হু সিয়া
  2019-04-30 11:16:39  cri

হু সিয়া, ১৯৯০ সালের ১ মার্চ চীনের কুয়াংসিচুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের নাননিং শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন গায়ক এবং অভিনেতা।

ছয় বছর বয়সে হু সিয়া পিয়ানো বাজানো শিখতে শুরু করেন। মাধ্যমিক স্কুলের সময় তিনি স্ট্রিট ডান্সের (Street dance) প্রতি অনেক অনুরাগী হন। হাই স্কুলের প্রথম বর্ষে তিনি স্কুলের 'দশ জন গায়কের' প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন।

আসলে হু সিয়ার পরিকল্পনা ছিল হাই স্কুল পাসের পর সংগীতবিষয়ক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। পরে তিনি আবিষ্কার করেন যে, পপ সংগীতের প্রতি তার আগ্রহ অনেক বেশি। বাবা মা'র সমর্থনে তিনি হাই স্কুলের লেখাপড়া বন্ধ করে দেন।

২০০৮ সালে হু সিয়া কুয়াংসিচুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের টিভি নাটকের সংগীত প্রতিযোগিতায় অংশ নেন। তিনি এই প্রতিযোগিতার প্রথম ৫০জন গায়কের মধ্যে স্থান পান।

২০০৮ সালে হু সিয়া আবারও 'বেইজিংয়ে যাওয়া, সংগীতের স্বপ্ন বাস্তবায়ন করা' নামে কণ্ঠশিল্পী প্রতিযোগিতায় অংশ নেন। এবারের প্রতিযোগিতায় তিনি প্রথম আট জনের মধ্যে স্থান পান। এরপর তিনি চীনের তাইওয়ান প্রদেশে গিয়ে 'ওয়ান মিলিয়ন স্টার' (One Million Star) সংগীত প্রতিযোগিতায় অংশ নেন।

২০০৯ সালের সেপ্টেম্বর মাসে 'বেইজিংয়ে যাওয়া, সংগীতের স্বপ্ন বাস্তবায়ন করা' নামে কণ্ঠশিল্পী প্রতিযোগিতায় অংশ নেওয়ার মাধ্যমে হু সিয়া অনেক উত্সাহ পান। এরপর তিনি 'ওয়ান মিলিয়ন স্টার' সংগীত প্রতিযোগিতায় দারুণ পরিবেশনা উপহার দেনে। তার প্রতিভার খুব মূল্যায়ন করেন সংগীত বিশেষজ্ঞরা। এরপর হু সিয়া এই প্রতিযোগিতার ১৪ জন শ্রেষ্ঠ গায়কের সঙ্গে লড়াই করেন। তিনি 'বাসা' নামের গানটি গেয়ে এই প্রতিযোগিতার একমাত্র সর্বোচ্চ নম্বর পান। এরপর তিনি এই প্রতিযোগিতার চূড়ান্ত লড়াইয়ে চ্যাম্পিয়ন হন। তিনি তাইওয়ানের এই সংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া প্রথম মূল ভূভাগের কণ্ঠশিল্পী।

২০১০ সালে হু সিয়া তাইওয়ানের 'ওয়ান মিলিয়ন স্টার' সংগীত প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হিসেবে আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে প্রবেশ করেন। তিনি তখন 'সনি মিউজিক'-এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। একই বছর তার অ্যালবাম 'হু সিয়া' রিলিজ হয়। এই অ্যালবাম নিয়ে তিনি সিঙ্গাপুরের ১৭তম সোনালি সংগীতের শ্রেষ্ঠ নতুন কণ্ঠশিল্পীর পুরস্কার পান। তিনি এই পুরস্কার জয়ী চীনের মূল ভূভাগের প্রথম কণ্ঠশিল্পী।

২০১১ সালে তিনি চলচ্চিত্র 'সেই বছর আমাদের প্রিয় মেয়ে'র থিম সং 'সেই বছর' গেয়েছেন।

২০১২ সালে তিনি 'মর্মাগত রূপকথা' নামে চলচ্চিত্রে অভিনয় করে আনুষ্ঠানিকভাবে চলচ্চিত্র ও টিভি নাটকে যোগ দেন।

২০১৩ সালে তার অ্যালবাম 'জ্বলনাঙ্ক' প্রকাশিত হয়। মার্চ মাসে তার প্রথম সংগীতানুষ্ঠান 'আমি তোমাকে ভালোবাসি' আয়োজন করা হয়।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে মূলত আপনাদেরকে চীনের জনপ্রিয় গায়ক হু সিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি গানগুলো আপনাদের ভালো লেগেছে।

আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবার কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040