হুয়া ছেন ইয়ু
  2019-04-30 10:34:54  cri

হুয়া ছেন ইয়ু, ১৯৯০ সালের ৭ ফেব্রুয়ারি চীনের হুপেই প্রদেশের সিইয়ান শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের পপ সংগীত মহলের বিখ্যাত একজন তরুণ কণ্ঠশিল্পী।

ছোটবেলা থেকেই হুয়া ছেন ইয়ু সংগীতের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। প্রাথমিক স্কুল শেষ করার আগেই বাঁশির প্রেমে পড়ে যান তিনি। এটি তার সবচেয়ে প্রিয় বাদ্যযন্ত্র। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হুয়া ছেন ইয়ু আরও বড় সংগীতের জগতে প্রবেশ করতে শুরু করেন। পরে তিনি পিয়ানো বাজানো শিখতে শুরু করেন। যদিও শেখার প্রক্রিয়া সুষ্ঠু ছিল না। তবে, নিজের নিরলস চেষ্টায় তিনি খুব তাড়াতাড়ি পিয়ানো বাজানো শিখে ফেলেন এবং উচ্চ মানে পৌঁছে যান।

মাধ্যমিক স্কুলের সময় হুয়া ছেন ইয়ু নিজের ভবিষ্যত জীবন নিয়ে স্পষ্ট পরিকল্পনা করেন। তিনি আরও বেশি সংগীত সম্পর্কে জানতে চান এবং হুপেই প্রদেশের রাজধানী উহান শহরে পড়াশোনা করতে চান।

২০০৯ সালের সময় হুয়া ছেন ইয়ু চীনের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেন। তার প্রিয় বিশ্ববিদ্যালয় হলো কন্জাভটারি অব মিউজিক। তবে সেই পরীক্ষায় তিনি পাস করেন নি। তিনি হতাশ হন নি এবং পরের বছর আবার উহান কন্জাভটারি অব মিউজিকে ভর্তির জন্য পরীক্ষায় অংশ নেন। এবার তিনি সবচেয়ে ভালো ফলাফল প্রিয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

২০১৩ সালের ২৯ জুন, চীনের হুনান টেলিভিশন 'উপার বয়ে' নামে সংগীত প্রতিযোগিতার ছাংশা শহর শাখায় হুয়া ছেন ইয়ু শ্রেষ্ঠ দশ জনের মধ্যে স্থান করে নেন। তাকে আদর করে লোকজন 'মঙ্গলগ্রহের ভাই' বলে ডাকত।

২০১৩ সালের ২৭ সেপ্টেম্বর, হুয়া ছেন ইয়ু 'সুপার বয়ে' সংগীত প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হন। এর মাধ্যমে তিনি সংগীত কোম্পানির সঙ্গে চুক্তি সই করে আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে যোগ দেন।

২০১৩ সালের সেপ্টেম্বর মাসে হুয়া ছেন ইয়ুর প্রথম গান 'আমি এবং আমি' রিলিজ হয়।

২০১৩ সালের ১৬ নভেম্বর তিনি হুনান টেলিভিশনের প্রতিনিধিত্ব করেন এবং সে বছর বসন্ত উত্সবের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন এবং পাস করেন।

২০১৪ সালের জানুয়ারি মাসে তিনি প্রথমবারের মতো চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান- বসন্ত উত্সবের সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে ওঠেন।

২০১৪ সালের ৬ ও ৭ সেপ্টেম্বর, হুয়া ছেন ইয়ু বেইজিংয়ে দু'টি সংগীতানুষ্ঠানে অংশ নেন। এরপর তার প্রথম অ্যালবাম 'ছুয়াসিমোতোর উপহার' প্রকাশিত হয়। এই অ্যালবাম নিয়ে তিনি ২০১৫ সালে কিউকিউ সংগীতের বার্ষিক শ্রেষ্ঠ কন্ঠশিল্পীর পুরস্কার জয় করেন।

২০১৫ সালের ৩১ জুলাই থেকে ২ অগাস্ট পর্যন্ত তিনি চীনের শাংহাই শহরে তিনটি সংগীতানুষ্ঠানের আয়োজন করেন।

২০১৫ সালের ডিসেম্বর মাসে তার দ্বিতীয় অ্যালবাম 'ভিন্ন মানুষ' মুক্তি পায়। ২০১৭ সালের ১৪ মার্চ তার আরেকটি অ্যালবাম 'এইচ' প্রকাশিত হয়।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে মূলত আপনাদেরকে চীনের জনপ্রিয় গায়ক হুয়া ছেন ইয়ু'র সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি গানগুলো আপনাদের ভালো লেগেছে।

আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবার কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040