'এক অঞ্চল, এক পথ' খুব তাত্পর্যপূর্ণ: আফগান উপ-পররাষ্ট্রমন্ত্রী
  2019-04-29 13:59:03  cri
এপ্রিল ২৯: আফগানিস্তানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইদ্রিস জামান গত শনিবার বলেছেন, চীনের 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ আফগানিস্তান এবং আঞ্চলিক যোগাযোগ ও বিনিময়ের জন্য খুবই তাত্পর্যপূর্ণ। 'এক অঞ্চল, এক পথ' আফগানিস্তানের মধ্য-এশিয়া, দক্ষিণ-এশিয়া এবং পূর্ব-এশিয়ার সঙ্গে যোগাযোগের সেতু হিসেবে ভূমিকা পালন করবে বলে তিনি আশা করেন।

এদিন আফগানিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লিউ জিন সুং ও জামান সাক্ষাত করেন। লিউ জিন সুং বলেন, প্রাচীন রেশমপথের গুরুত্বপূর্ণ দেশ আফগানিস্তান এবং দেশটি চীনের 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশীদার। এ উদ্যোগে আফগানিস্তানের অংশগ্রহণ ও সমর্থনের জন্য প্রশংসা করে চীন।

(শুয়েই/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040