'দ্বিতীয় চীন—কেন্দ্রীয় ও পূর্ব ইউরোপীয় জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য ফোরাম' লুওইয়াং শহরে অনুষ্ঠিত
  2019-04-30 16:09:54  cri

সম্প্রতি 'দ্বিতীয় চীন—পূর্ব ও ইস্টার্ন ইউরোপীয় জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য ফোরাম' লুওইয়াং শহরে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীন এবং কেন্দ্রীয় ও পূর্ব ইউরোপের ১০০ জনেরও বেশি অতিথি। সম্মেলন আয়োজনে ছিলেন সরকারি কর্মকর্তা, বিশেষজ্ঞ ও পণ্ডিতগণ। তাঁরা "বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য ঘোষণাপত্র এবং ব্যবস্থাপনা, প্রত্নতাত্ত্বিক গবেষণা ও সাংস্কৃতিক অবলম্বন সুরক্ষা" প্রতিপাদ্য হিসেবে "সাংস্কৃতিক ঐতিহ্য ও নগর উন্নয়ন" বিষয়কে কেন্দ্র করে দুই দিনের পেশাদার বিনিময় ও সংলাপ আয়োজন করেন। এই ফোরাম চীন এবং মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশগুলির মধ্যে সহযোগিতার একটি প্ল্যাটফর্ম। এটি "চীন-কেন্দ্রীয় ও পূর্ব ইউরোপীয় দেশগুলির সহযোগিতা সোফিয়া রূপরেখা" বাস্তবায়ন এবং "১৬+১ সহযোগিতা" সম্প্রসারণকে গভীরতর করার একটি উদ্ভাবনী পদক্ষেপ। চীনের জাতীয় সাংস্কৃতিক পুরাকীর্তি নিদর্শন ব্যুরোর পরিচালক লিউ ইয়ু চু উদ্বোধনী অনুষ্ঠানে বলেন,

'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ এবং '১৬+১ সহযোগিতা' পদ্ধতির ধারাবাহিক প্রচারের অধীনে চীন-কেন্দ্রীয় ও পূর্ব ইউরোপ সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময় ও সহযোগিতার উন্নতির ক্ষেত্রে একটি ভালো গতি দেখা দিয়েছে।"

সাংস্কৃতিক পুরাকীর্তি প্রদর্শনী আরও সক্রিয় এবং ধীরে ধীরে '১৬+১ সহযোগিতা'র গোল্ডেন ব্যবসায়িক কার্ড হয়ে ওঠে। মধ্য ও পূর্ব ইউরোপে গত ছয় বছরে চীনের ১২টি চীনা সাংস্কৃতিক পুরাকীর্তি প্রদর্শনী আয়োজন করেছে। চীনের সাংস্কৃতিক বড় পুরাকীর্তি প্রদর্শনী চেক প্রজাতন্ত্র ও লাতভিয়াতে প্রথমবার প্রচার করছে, তা চীন ও চেক প্রজাতন্ত্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬৫তম বার্ষিকী এবং চীন ও লাতভিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ২৫তম বার্ষিকী স্মরণে একটি বড় সাংস্কৃতিক অনুষ্ঠান। চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, হাঙ্গেরি এবং রোমানিয়া চীনে ৬টি সাংস্কৃতিক পুরাকীর্তি প্রদর্শনীর আয়োজন করে। সভ্যতা বিনিময়ের মাধ্যমে সাংস্কৃতিক কূটনীতি সমৃদ্ধ করা, এবং সভ্যতার সঙ্গে জনগণের অনুভূতি বাড়ানো এর লক্ষ্য।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040