"সিল্ক রোডের জাতীয় জাদুঘরের ফাংশন ও মিশন" সংক্রান্ত গ্লোবাল মিউজিয়াম ক্যুরিটার ফোরাম অনুষ্ঠিত
  2019-04-30 16:09:54  cri

সম্প্রতি "সিল্ক রোডের জাতীয় জাদুঘরের ফাংশন ও মিশন" গ্লোবাল মিউজিয়াম ক্যুরিটার ফোরাম বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। পাঁচ মহাদেশ থেকে বিখ্যাত জাদুঘর এবং ন্যাশনাল মিউজিয়ামের ক্যুরিটার চীনের জাতীয় যাদুঘরে এসে গ্লোবাল জাদুঘর ভবিষ্যতের উন্নয়ন আলোচনা করেন। সভ্যতার বিনিময় জোরদার করা, দেশের সংস্কৃতি শক্তিশালী করা এবং জাতীয় কূটনীতি ও সাংস্কৃতিক পর্যটন সামগ্রিক পরিস্থিতি পরিবেশন করার জন্য এই ফোরামটির আয়োজন করা হয়। গ্লোবাল মিউজিয়াম ডিরেক্টরস ফোরাম ইভেন্টটি মানবজাতির বহু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ প্রতিনিধি। জাতীয় জাদুঘরগুলি এই মূল্যবান সাংস্কৃতিক বৃত্তি সংরক্ষণ, উত্তরাধিকার এবং প্রচারের পবিত্র মিশন বহন করে।

দুটি রাষ্ট্রের মধ্যে সম্পর্কের ভিত্তি হচ্ছে দুই রাষ্ট্রের জনগণের মধ্যে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ অনুভূতি। আর, এ ধরনের অনুভূতির ভিত্তি হচ্ছে পারস্পরিক বোঝাপড়া। আন্তঃসাংস্কৃতিক যোগাযোগ হলো বিভিন্ন সংস্কৃতির মানুষের সাংস্কৃতিক বিনিময়, পারস্পরিক যোগাযোগ এবং পারস্পরিক শিক্ষা। এই ফোরামটি পাঁচটি মহাদেশের ২৪টি দেশ ও অঞ্চলের প্রায় ৪০টি আন্তর্জাতিক প্রথম শ্রেণীর জাদুঘর এবং চীনের প্রায় ৫০টি জাদুঘরের ক্যুরিটার ও প্রতিনিধিদের আমন্ত্রণে গঠিত ফোরাম। "সিল্ক রোড ন্যাশনাল মিউজিয়াম কালেকশন অ্যান্ড এক্সিবিশন এক্সচেঞ্জ" এবং "স্মার্ট মিউজিয়াম নির্মাণ" বিষয়কেন্দ্রিক গভীর আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক পর্যায়ের বিখ্যাত ব্রিটিশ মিউজিয়াম, ভার্জিনিয়া মিউজিয়াম অব আর্ট, ফরাসি কে ব্রাউনলি মিউজিয়ামের ক্যুরিটার, এবং অস্ট্রেলিয়ার জাতীয় যাদুঘর, আজারবাইজানের জাতীয় যাদুঘর, বুলগেরিয়ার জাতীয় যাদুঘর, মিয়ানমারের জাতীয় যাদুঘর, টোকিও জাতীয় জাদুঘর এবং দক্ষিণ কোরিয়ার জাতীয় যাদুঘর থেকে ১৮টি জাতীয় যাদুঘরের ক্যুরিটার ফোরামে অংশগ্রহণের জন্য আসেন। চীনে ইউনেস্কোর প্রতিনিধি এবং অন্যান্য প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

চীনের জাতীয় যাদুঘর ২০১৮ সালের মার্চ মাসে সাফল্যের সঙ্গে জাতীয় যাদুঘর ক্যুরিটার ফোরাম আয়োজন করে। এবার

গ্লোবাল মিউজিয়াম ক্যুরিটার ফোরামের হোস্টিং চীনের জাতীয় জাদুঘরের জাতীয় সাংস্কৃতিক পবিত্র মিশন এবং বিশ্বমানের যাদুঘর তৈরির দায়বদ্ধতা প্রদর্শন করে। এটিও মানব জাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটির বৈশ্বিক মূল্যকে চীনের জাতীয় যাদুঘরের তুলে ধরে এবং বিশ্ব জাদুঘরের সাথে সহযোগিতার উন্মুক্ত ও পারস্পরিক সুবিধার উপর জোর দেওয়া দেখা যায়।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040