'সম্প্রতি'
  2019-04-28 11:14:54  cri



বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতে কন্ঠশিল্পী লি শেং চিয়ে'র সঙ্গে পরিচয় করিয়ে দিবো। তিনি ১৯৭৩ সালের ২১ ফেব্রুয়ারি চীনের তাইওয়ানের কাওস্যিয়ং শহরে জন্মগ্রহণ করেন। ১৯৯৭ সালে তিনি স্থানীয় একটি সংগীত প্রতিযোগিতায় স্বর্ণপদক লাভ করেন। ১৯৯৯ সালে তিনি তার প্রথম অ্যালবাম প্রকাশ করেন। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'সম্প্রতি' নামের গান শোনাবো। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন লি শেং চিয়ে'র কন্ঠে 'সম্প্রতি' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে কন্ঠশিল্পী লি শুয়াং চিয়াংয়ের কন্ঠে একটি গান শোনাবো। তিনি ১৯৩৯ সালের ১০ মার্চ হেইলংচিয়াং প্রদেশের হার্বিন শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন কন্ঠশিল্পী, সংগীতজ্ঞ ও জাতীয় প্রথম পর্যায়ের অভিনেতা। ১৯৬৩ সালে তিনি সিনচিয়াং নাচ ও গান গ্রুপের সদস্য হিসেবে ভিয়েতনাম সফর করেন। ১৯৭২ সালে তিনি কয়েকটি গান গাওয়ার মাধ্যমে সারা চীনে জনপ্রিয় হয়ে ওঠেন। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'জাহাজের গান' গান শোনাবো। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন লি শুয়াং চিয়াংয়ের কন্ঠে 'জাহাজের গান'। এখন আমি আপনাদেরকে কন্ঠশিল্পী লিয়াও বাই ওয়েই'র কন্ঠে 'সাদা মেঘের গভীরে' শীর্ষক গান শোনাবো। তিনি চীনের বিখ্যাত সঙ্গীতশিল্পী। তিনি হলেন কুয়াংচৌ শহরের চতুর্দশ গণকংগ্রেসের প্রতিনিধি; কুয়াংতং প্রদেশের বিশিষ্ট সঙ্গীতজ্ঞ; কুয়াংচৌ শিল্প সমিতির চেয়ারম্যান; চীনা সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক যোগাযোগ সমিতির স্থায়ী সদস্য; চীনা জাতির সাংস্কৃতিক ত্বরান্বিত সমিতির সদস্য; চীনা সঙ্গীত সমিতির সমস্য; কুয়াংতং প্রদেশের অর্থনীতি ও প্রযুক্তি সহযোগিতা ত্বরান্বিত সমিতির ভাইস চেয়ারম্যান; কুয়াংতং প্রদেশের পপ সংগীত সমিতির শিল্পী কমিটির পরিচালক; কুয়াংতং প্রদেশের পপ সংগীত সমিতির সদস্য; কৃষক ও শ্রমিক গণতান্ত্রিক পার্টির কুয়াংচৌ শহর কমিটির সাংস্কৃতিক নির্মাণ কর্ম কমিটির পরিচালক; এবং কুয়াংচৌ শহরের থিয়ানহ্যে এলাকার রাজনৈতিক পরামর্শ সম্মেলনের স্থায়ী সদস্য। ১৯৮৫ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। আশা করি, আপনারা তাঁর কন্ঠে 'সাদা মেঘের গভীরে' গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন লিয়াও বাই ওয়েই'র কন্ঠে 'সাদা মেঘের গভীরে' নামের গান। এখন আমি আপনাদেরকে লিউ বিন'র কন্ঠে 'সৈন্য' নামের গান শোনাবো। তিনি ১৯৫৮ সালের মার্চ মাসে লিয়াওনিং প্রদেশের চিনচৌ শহরে জন্মগ্রহণ করেন। কিন্তু তাঁর পূর্বপুরুষের বাড়ি শানতুং। তিনি হলেন জাতীয় প্রথম পর্যায়ের অভিনেতা ও বিখ্যাত সামরিক সঙ্গীতশিল্পী। তিনি একজন আনক্স রেঙ্ক কর্মী। ১৯৮৪ সালে তিনি বেইজিং সামরিক রাজনৈতিক বিভাগের কমরেড সংস্কৃতি ও শিল্প গ্রুপে প্রবেশ করেন। তখন তিনি ছিলেন একজন বেইজিং অপেরার অভিনেতা। তিনি ১৩ বার জাতীয় ভোকাল সঙ্গীত প্রতিযোগিতার পুরস্কার লাভ করেন। তাঁর সুরে ও কথায় 'সৈন্য' নামের গান সারা চীনে খুবই জনপ্রিয়। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন লিউ বিন'র কন্ঠে 'সৈন্য' নামের গান। এখন আমি আপনাদেরকে লিউ হ্যো কাংয়ের কন্ঠে 'বেইজিং তোমাকে স্বাগত জানায়' নামের গান শোনাবো। তিনি ১৯৭৭ সালের ২৬ নভেম্বরে হ্যেইলংজিয়াং প্রদেশের ছিছিহার শহরের বাইছুয়ান জেলায় জন্মগ্রহণ করেন। তিনি জাতীয় প্রথম পর্যায়ের অভিনেতা, বিমান বাহিনীর সংস্কৃতি ও শিল্প গ্রুপের যুব-কন্ঠশিল্পী। তিনি হ্যেইলংজিয়াং শিল্প বিদ্যালয় ও গণমুক্তি ফৌজ শিল্প বিদ্যালয় থেকে স্নাতক হন। ২০০৬ সালের ফেব্রুয়ারিতে তিনি একটি সংগীত প্রতিযোগিতায় অংশ নেন এবং স্বর্ণপদক লাভ করেন। ২০০৯ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। 'বেইজিং তোমাকে স্বাগত জানায়' নামের গানটি ২০০৮ সালে বেইজিং অলিম্পিক গেমসের একটি গান। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন লি হ্যো কাংয়ের কন্ঠে 'বেইজিং তোমাকে স্বাগত জানায়' নামের গান। এখন আমি আপনাদেরকে কন্ঠশিল্পী লিউ চেং ওয়েন'র কন্ঠে 'একটি সূর্যকরোজ্জ্বল সড়ক' নামের গান। তিনি ১৯৫২ সালের ১২ নভেম্বরে চীনের তাইওয়ানের তাইপেই শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন কন্ঠশিল্পী, অভিনেতা ও টিভি হোস্ট। ১৯৭৫ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। একই বছরে তিনি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। ১৯৭৭ সালে তিনি টিভি হোস্টের কাজ শুরু করেন। তাঁর টিভি অনুষ্ঠান তাইওয়ানে খুবই জনপ্রিয়। 'একটি সূর্যকরোজ্জ্বল সড়ক' শীর্ষক গানটি প্রথমে গেয়েছিলেন তাইওয়ানের নারী কন্ঠশিল্পী ছি ইউ। লিউ ওয়েন চেং পুনরায় সেটি গেয়েছেন। আশা করি, আপনারা তাঁর কন্ঠে গানটি পছন্দ করবেন।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040