পাকিস্তান 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের দৃঢ় সমর্থক: ইমরান খান
  2019-04-26 16:18:42  cri
এপ্রিল ২৬: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে অনুষ্ঠিত দ্বিতীয় 'এক অঞ্চল, এক পথ' আন্তর্জাতিক সহযোগিতা শীর্ষফোরামে অংশগ্রহণের আগে পাকিস্তানে চীনের গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, পাকিস্তান 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের দৃঢ় সমর্থক। তিনি আশা করেন, এবারের শীর্ষফোরাম আঞ্চলিক উন্নয়ন-কৌশলে আরও বড় সফলতা অর্জন করবে।

তিনি বলেন, পাকিস্তান ও চীন সার্বক্ষণিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদার দেশ। রাজনীতি, অর্থনীতি, প্রতিরক্ষা ও সংস্কৃতিসহ বিভিন্ন খাতে দু'দেশের ব্যাপক সহযোগিতা আছে।

তিনি আরও বলেন, নির্মাণাধীন চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর হলো 'এক অঞ্চল, এক পথ'-এর প্রতিনিধিত্বকারী প্রকল্প। এটি দু'দেশের সম্পর্ক এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি, কোনো ঋণ-ফাঁদ নয়।

ইমরান খান আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন ক্ষেত্রে চীন উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। পাকিস্তান এতে আনন্দিত এবং চীনের অভিজ্ঞতা থেকে শিখতে আগ্রহী।

(শুয়েই/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040