চীন-পাক অর্থনৈতিক করিডোর সহযোগিতা নতুন পর্যায়ে উন্নীত হয়েছে: চীনা রাষ্ট্রদূত
  2019-04-26 16:17:15  cri
এপ্রিল ২৬: পাকিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও জিং গতকাল (বৃহস্পতিবার) পাকিস্তানের প্রধান প্রধান পত্রিকায় 'চীন-পাক অর্থনৈতিক করিডোর 'এক অঞ্চল, এক পথ'-এর উচ্চ মানের উন্নয়নের দৃষ্টান্ত' শিরোনামে একটি প্রবন্ধ প্রকাশ করেছেন। তাঁর মতে, চীন-পাক অর্থনৈতিক করিডোর সহযোগিতা এখন নতুন পর্যায়ে উন্নীত হয়েছে।

প্রবন্ধে বলা হয়, 'এক অঞ্চল, এক পথ' হলো চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের উত্থাপিত আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার আহ্বান। ছয় বছরে এ উদ্যোগ আন্তর্জাতিক সমাজের বিপুল সাড়া পেয়েছে। ১২৬টি দেশ ও ২৯টি আন্তর্জাতিক সংস্থা চীনের সঙ্গে সহযোগিতার চুক্তি স্বাক্ষর করেছে।

প্রবন্ধে আরও বলা হয়, চীন-পাক অর্থনৈতিক করিডোর হলো 'এক অঞ্চল, এক পথ'-এর গুরুত্বপূর্ণ ও প্রতিনিধিত্বকারী প্রকল্প। দু'দেশের নির্ধারিত ২২টি প্রকল্পের মধ্যে ১১টি প্রকল্প সম্পন্ন হয়েছে, আরও ১১টি প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে চলছে। বর্তমানে চীন ও পাকিস্তান সরকার বন্ধুত্বপূর্ণ আলোচনার পর চীন-পাক অর্থনৈতিক করিডোর নতুন পর্যায়ে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে।

(শুয়েই/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040