দ্বিতীয় 'এক অঞ্চল, এক পথ' আন্তর্জাতিক সহযোগিতা শীর্ষফোরামের উদ্বোধন
  2019-04-26 10:14:15  cri
এপ্রিল ২৬: আজ (শুক্রবার) সকালে বেইজিংয়ে শুরু হয়েছে দ্বিতীয় 'এক অঞ্চল, এক পথ' আন্তর্জাতিক সহযোগিতা শীর্ষফোরাম। উদ্বোধনী অনুষ্ঠান চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ভাষণ দেন।

'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ প্রেসিডেন্ট সি'র উত্থাপিত আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রস্তাব। গত ৬ বছরে বিশ্বের বিভিন্ন দেশের সাথে এ উদ্যোগসংশ্লিষ্ট বাণিজ্যের পরিমাণ ৬ ট্রিলিয়ন মার্কিন ডলারে ছাড়িয়ে গেছে এবং পুঁজি বিনিয়োগের পরিমাণ ৮০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। এ ছাড়া, সংশ্লিষ্ট সহযোগিতা প্রকল্পগুলো বিদেশে প্রায় ৩ লাখ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে।

এবার ফোরাম তিন দিন স্থায়ী হবে। "যৌথভাবে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ বাস্তবায়ন ও সুন্দর ভবিষ্যত গড়ে তোলা" এবারের ফোরামের মূল প্রতিপাদ্য। বিশ্বের ৩৭টি দেশের নেতবৃন্দ এবং জাতিসংঘের মহাসচিব ও আইএমএফের ব্যবস্থাপনা পরিচালকসহ ৫ হাজারের বেশি অতিথি ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা এ উদ্যোগের গুণগত মান উন্নয়ন, পারস্পরিক যোগাযোগ ও পরিবহন, অর্থনীতির প্রবৃদ্ধির নতুন চালিকাশক্তি উন্নয়ন এবং ঘনিষ্ঠতর অংশীদারিত্বের সম্পর্ক স্থাপন নিয়ে আলোচনা করবেন।(সুবর্ণা/আলিম/স্বর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040