"অভিন্ন ভাগ্যের সামুদ্রিক কমিউনিটি" নিয়ে চীন ও বিদেশি নৌ-প্রতিনিধিদের ব্যাপক আলোচনা
  2019-04-25 19:26:21  cri
এপ্রিল ২৫: চীনের গণ-মুক্তিফৌজের নৌবাহিনী প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকীতে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বিদেশি প্রতিনিধিদলের প্রধানের সঙ্গে সাক্ষাতে "অভিন্ন ভাগ্যের সামুদ্রিক কমিউনিটি" ধারণা উত্থাপন করেন। এ নিয়ে চীন ও বিদেশি নৌবাহিনীর প্রতিনিধিরা ব্যাপক আলোচনা করেছেন। বুধবার ছিংতাওয়ে "অভিন্ন ভাগ্যের সামুদ্রিক কমিউনিটি" নির্মাণসংক্রান্ত উচ্চপর্যায়ের সেমিনারে ৬১টি দেশের নৌবাহিনী প্রতিনিধিদলের প্রধানরা সংশ্লিষ্ট ইস্যুতে আলোচনা করেন।

"অভিন্ন ভাগ্যের সামুদ্রিক কমিউনিটি" নির্মাণ হচ্ছে সামুদ্রিক খাতে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের "মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি" প্রতিষ্ঠার বাস্তব প্রতিমূর্তি। চীনের নৌবাহিনীর কমান্ডার শেন চিন লোং "অভিন্ন ভাগ্যের সামুদ্রিক কমিউনিটি" ধারণাকে সামনে রেখে যৌথভাবে বিশ্বের সমুদ্রে শান্তি ও সমৃদ্ধি রক্ষা করা" শীর্ষক বক্তব্য উপস্থাপন করেন।

বক্তব্যে তিনি বলেন, "অভিন্ন ভাগ্যের সামুদ্রিক কমিউনিটি"র নির্মাণ হলো সমুদ্রে শান্তি ও সমৃদ্ধির সঠিক পথ। বিভিন্ন দেশের নৌবাহিনীর যৌথভাবে সামুদ্রিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করে, সামুদ্রিক সমৃদ্ধি এগিয়ে নেওয়া এবং সামুদ্রিক সংস্কৃতি উন্নত করা উচিত। "অভিন্ন ভাগ্যের সামুদ্রিক কমিউনিটি" নির্মাণে বিভিন্ন দেশের নৌবাহিনীর ঐকমত্য বাড়ানো, পারস্পরিক সম্মান বজায় রেখে যৌথভাবে অগ্রসর হওয়া, কৌশলগত পারস্পরিক আস্থা জোরদার করা, উন্মুক্ত ও সহযোগিতা বজায় রেখে যৌথভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করা এবং নিয়ম পালন করে সুষ্ঠু শৃঙ্খলা বজায় রাখা উচিত।

(আকাশ/তৌহিদ/শুয়ই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040