চীনের নৌবাহিনীর সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা স্থাপন করতে চান ভারতের নৌ কমান্ডার
  2019-04-25 19:24:42  cri
এপ্রিল ২৫: ভারতের যুদ্ধজাহাজ 'শক্তি'র ক্যাপ্টেন ও কমান্ডার শ্রিভাম আমুর বলেছেন, চীনের নৌবাহিনীর সঙ্গে দীর্ঘমেয়াদী বন্ধুত্ব ও সহযোগিতা স্থাপন করে যৌথভাবে বিশ্বের শান্তি রক্ষায় নতুন অবদান রাখতে ইচ্ছুক ভারত। সম্প্রতি চীনের গণ-মুক্তিফৌজের নৌবাহিনীর ৭০তম বর্ষপূর্তির অনুষ্ঠানে 'কলকাতা' ও ' শক্তি' নামে দুটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশ ভারত। এ জাহাজ দুটি চীনের নৌবাহিনীর কুচকাওয়াজে অংশ নিয়েছে।

চীনে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত ভিক্রম মিসরি বলেন, ভারতের দুটি যুদ্ধজাহাজ পাঠানোর মাধ্যমে বোঝা যায়, ভারত চীনের নৌবাহিনীর কুচকাওয়াজ এবং দু'দেশের বন্ধুত্ব ও সহযোগিতার ওপর উচ্চ গুরুত্ব দেয়।

(আকাশ/তৌহিদ/শুয়ই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040