'এক অঞ্চল, এক পথ' উদ্যোক্তা সম্মেলন বেইজিংয়ে অনুষ্ঠিত
  2019-04-25 19:22:14  cri
এপ্রিল ২৫: আজ (বৃহস্পতিবার) 'এক অঞ্চল, এক পথ' উদ্যোক্তা সম্মেলন বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। চীন প্রথমবারের মতো 'এক অঞ্চল, এক পথ' আন্তর্জাতিক সহযোগিতা শীর্ষফোরামে এ ধরনের সম্মেলনের আয়োজন করেছে। এতে দেশ-বিদেশের মোট ৮৫০জন প্রতিনিধি অংশ নিয়েছেন। এর মধ্যে বিদেশি প্রতিনিধিরা ৮০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে এসেছেন। বিদেশি প্রতিনিধিরা বলেন, 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ আরও বেশি মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানকে অংশগ্রহণের সুযোগ করে দেবে। 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগে আরও বেশি মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানকে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার আহবান জানিয়েছেন বিদেশি প্রতিনিধিরা।

ভারতের সিল্ক রুট ট্রেড এন্ড ইন্ডাস্ট্রি কোম্পানির সিইও মনসুর নাদিম বলেন, 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ শুধু সরকারের মধ্যে সহযোগিতার প্রকল্পই নয়, এটি শিল্পপ্রতিষ্ঠানের মধ্যেও সহযোগিতার সুযোগ সৃষ্টি করেছে। এবারের 'এক অঞ্চল, এক পথ' আন্তর্জাতিক সহযোগিতা শীর্ষফোরামে উদ্যোক্তাদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করায় তিনি খুশি হয়েছেন। এতে অনেক বাস্তব ফলাফল পাওয়া যাবে বলে বিশ্বাস করেন নাদিম।

(আকাশ/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040