"দ্বিতীয় 'এক অঞ্চল, এক পথ' আন্তর্জাতিক সহযোগিতা শীর্ষফোরামের" 'থিংকট্যাংক বিনিময়' শাখা ফোরাম অনুষ্ঠিত
  2019-04-25 18:47:38  cri
এপ্রিল ২৫: "দ্বিতীয় 'এক অঞ্চল, এক পথ' আন্তর্জাতিক সহযোগিতা শীর্ষফোরামের" 'থিংকট্যাংক বিনিময়' শাখা ফোরাম আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। চীনের প্রচারমন্ত্রী হুয়াং খুন মিং উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং ভাষণ দিয়েছেন।

তিনি বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং চীন ও বিদেশের থিংকট্যাংকের সহযোগিতার ওপর অনেক গুরুত্ব দেন।

তিনি জোর দিয়ে বলেন, 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ চীনের উত্থাপিত হলেও তা বিশ্বের জন্যই। গত ছয় বছরে 'এক অঞ্চল, এক পথ'-নির্মাণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। আমাদের উচিত থিংকট্যাংক ও গণমাধ্যমের যোগাযোগ জোরদার করা, পরস্পরের অভিজ্ঞতা বিনিময় করা, পারস্পরিক কল্যাণকর সহযোগিতা বাড়ানোর চেষ্টা করা এবং বিশ্বের কল্যাণে আরও বেশি অবদান রাখা।

চীনের প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে 'থিংকট্যাংক বিনিময়' শাখা ফোরামের আয়োজন করা হয়। বিশ্বের ৬০টিরও বেশি দেশ ও অঞ্চলের তিন শতাধিক প্রতিনিধি এতে যোগ দিয়েছেন।

(শুয়েই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040