বহুপক্ষবাদ রক্ষার আহ্বান জানালেন জাতিসংঘে নিযুক্ত চীনের প্রতিনিধি
  2019-04-25 17:32:56  cri
এপ্রিল ২৫: জাতিসংঘে নিযুক্ত চীনের প্রতিনিধি দলের অস্থায়ী রাষ্ট্রদূত উ হাই থাও গতকাল (বুধবার) বিভিন্ন দেশকে বহুপক্ষবাদ রক্ষা করার আহ্বান জানিয়েছেন।

এদিন জাতিসংঘ সম্মেলনে বহুপক্ষবাদ ও শান্তিপূর্ণ কূটনীতির আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অধিবেশনে তিনি এ আহ্বান জানান।

উ হাই থাও বলেন, বর্তমান বিশ্ব বিরাট পরিবর্তনের সম্মুখীন। মানবজাতিও বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন। পাশাপাশি সংরক্ষণবাদ, একতরফাবাদ দেখা দিয়েছে। বিশ্বে বহুপক্ষবাদ খুবই প্রয়োজন। বিভিন্ন দেশের উচিত যৌথভাবে 'জাতিসংঘ সনদ'-এর চেতনা রক্ষা করা এবং যৌথভাবে বিভিন্ন সমস্যা সমাধান করা।

উ হাই থাও আরও বলেন, চীন আশা করে বিশ্বের শান্তি রক্ষা, অভিন্ন উন্নয়ন জোরদার করা এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোসহ বিভিন্ন ক্ষেত্রে জাতিসংঘের ভূমিকাকে সমর্থন করে চীন

(শুয়েই/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040