"দ্বিতীয় 'এক অঞ্চল, এক পথ' আন্তর্জাতিক সহযোগিতা শীর্ষফোরামের" নীতি বিনিময় শাখার ফোরাম ফলপ্রসূ হয়েছে
  2019-04-25 17:31:47  cri
এপ্রিল ২৫: আজ (বৃহস্পতিবার) সকালে "দ্বিতীয় 'এক অঞ্চল, এক পথ' আন্তর্জাতিক সহযোগিতা শীর্ষফোরামের" নীতি বিনিময় শাখা ফোরামে মোট ৬০টিরও বেশি সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এসব ফলাফলের মধ্যে রয়েছে " 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ যৌথভাবে বাস্তবায়ন: অগ্রগতি, অবদান ও পূর্বাভাস'-এর সাতটি ভাষার সংস্করণ। বেশ কয়েকটি দেশ ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে 'এক অঞ্চল, এক পথ' নির্মাণ, উত্পাদনে সহযোগিতা এবং তৃপক্ষীয় বাজার সহযোগিতাসহ বিভিন্ন দলিল স্বাক্ষরিত হয়েছে।

নীতি বিনিময় শাখা ফোরাম রাষ্ট্রীয় উন্নয়ন কমিশনের উদ্যোগে গঠিত। এর প্রতিপাদ্য হলো: 'সহযোগিতার মাধ্যমে মতৈক্য বাড়ানো এবং 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের উচ্চ মানের উন্নয়ন জোরদার করা'। ৫০টি দেশ ও ২০টিরও বেশি আন্তর্জাতিক সংস্থার ৩ শতাধিক প্রতিনিধি এতে অংশ নিয়েছেন।

(শুয়েই/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040