বিআরআই যত এগিয়ে যাবে, ততই সন্দেহ দূর হবে
  2019-04-25 16:43:22  cri
ফান ইশুয়েন, চায়না ডেইলি, আপডেট: ২০১৯-০৪-১৮ ০৭:৩৭

[সম্পাদকের মন্তব্য: আবারও 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ' (বিআরআই) এর লক্ষ্য নিয়ে সন্দেহ প্রকাশ করা হচ্ছে; কেউ কেউ একে অংশগ্রহণকারী দেশগুলোর জন্য 'ঋণফাঁদ' ও চীনের ভূরাজনৈতিক আধিপত্য বিস্তারের হাতিয়ার বলছেন। কেন চীনবিরোধী শক্তিগুলো চীনের বিরুদ্ধে কুৎসা রটানোর জন্য এমন কৌশল অবলম্বন করছে? তারা কি তখনও এমন কথা বলবে, যখন 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ' অংশগ্রহণকারী দেশগুলোর জন্য দৃশ্যমান কল্যাণ বয়ে আনতে শুরু করবে? দু'জন বিশেষজ্ঞ চায়না ডেইলির ফান ইশুয়েন-এর কাছে এ সম্পর্কে তাদের মতামত ব্যক্ত করেছেন সম্প্রতি। মন্তব্যগুলোর ভাবানুবাদ এখানে তুলে ধরা হলো।]

চীনের রেনমিন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ওয়াং ইওয়ে বলেন:

"বিআরআই-এর লক্ষ্য সকলের জন্য শান্তিপূর্ণ উন্নয়ন। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ কাঠামোর অধীনে চীন অন্যান্য দেশের সাথে তার উন্নয়ন-অভিজ্ঞতা ভাগাভাগি এবং এশিয়া, ইউরোপ ও আফ্রিকার মধ্যে সংযোগ উন্নত করতে চায়। চীন ব্যাপকভাবে অবকাঠামো নির্মাণ থেকে উপকৃত হয়েছে। আর এই অভিজ্ঞতা অন্যান্য দেশের সাথে ভাগ করার সময় তাদের উন্নয়ন-পরিকল্পনাসমূহ এবং বিআরআই-এর মধ্যে সমন্বয় জোরদার করার মাধ্যমে একসাথে কাজ করাই চীনের লক্ষ্য। বহু দেশ, যাদের অবকাঠামো নেটওয়ার্কে গড়ে তোলা বা উন্নত করা প্রয়োজন, পরিশোধের অনিশ্চয়তা এবং অনুমিতভাবে ত্রুটিপূর্ণ পরিবেশ সুরক্ষাবিধিসহ নানাবিধ কারণে আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলি থেকে ঋণ নাও পেতে পারে। তাই যখন চীন এই দেশগুলিকে ঋণ দিয়েছিল তাদের অবকাঠামো সমস্যা সমাধানে সহায়তার জন্য—যেসব দেশের একটি হচ্ছে পাকিস্তান, বৈদ্যুতিক কেন্দ্রের অভাবে বিদ্যুৎ-ঘাটতি ছিল যার সমস্যা—কিছু পর্যবেক্ষক ও উন্নত দেশগুলি তখন বিশ্বে নিজেদের প্রভাব কমে যাওয়ার আশঙ্কা করতে শুরু করেছিল। মধ্য ও দক্ষিণ আমেরিকার দেশগুলির সঙ্গে চীনের সহযোগিতা—যেমন, পানামা, যাকে যুক্তরাষ্ট্র তার বাড়ির পিছনের দিকের উঠোনে চীনের প্রবেশ-কৌশল হিসেবে বিবেচনা করে—সম্পূরক সম্পদের সাথে প্রাকৃতিক অংশীদারিত্বের একটি ভাল উদাহরণ। এমন 'উইন উইন' সহযোগিতায় চীন তার অংশীদার দেশগুলোকে তাদের নিজেদের প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহারে প্রয়োজনীয় শিল্প নির্মাণে সাহায্য করতে নিজের সক্ষমতার সর্বোত্তম ব্যবহার করেছে এবং এই প্রক্রিয়ায় পরবর্তী সহযোগিতার জন্য দৃঢ় ভিত্তি স্থাপন করেছে। কিছু দেশ চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোকে বিদেশে বিভিন্ন অবকাঠামো প্রকল্পের বাস্তবায়নকারী হিসেবে দেখতে চায় না। এ কারণেই তারা বেল্ট এবং রোড ইনিশিয়েটিভকে নিজেদের অর্থনৈতিক সম্ভাবনার সামনে চ্যালেঞ্জ হিসেবে দেখে। তারা অংশগ্রহণকারী দেশগুলির জন্য বিআরআই-কে "ঋণের ফাঁদ" বলে অভিযোগ করে আসছে। এর উদ্দেশ্য, চীন যেন বিদেশি প্রকল্পগুলোতে তার এসওইয়ের বিনিয়োগের পরিমাণ কমিয়ে আনতে বাধ্য হয়। কিন্তু এই ধরনের দাবি ও পাল্টা দাবি সত্ত্বেও, বেল্ট এবং রোড ইনিশিয়েটিভ গতি সময়ের সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে। এদিকে, চীনের উচিত অন্যান্য দেশের সাথে যোগাযোগ বৃদ্ধি করা এবং তার লক্ষ্যগুলো ব্যাখ্যা করা, যাতে তারা বুঝতে পারে যে বিআরআইয়ের লক্ষ্য সকলের জন্য শান্তিপূর্ণ উন্নয়ন।"

ফুতান বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টাডিজ ইনস্টিটিউটের অধ্যাপক সেন তিংলি বলেন:

"অংশগ্রহণকারী সব পক্ষের লাভের জন্য এবং আলোচনা ও সহযোগিতার মাধ্যমে সমৃদ্ধি অর্জনের নীতির ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত বেল্ট এবং রোড ইনিশিয়েটিভ বিস্তৃত বৈশ্বিক সহযোগিতার জন্য আদর্শস্বরূপ। ২০১৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ৭১তম অধিবেশনে বেল্ট ও রোড ইনিশিয়েটিভকে তার প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এই উদ্যোগে অংশগ্রহণের জন্য সকল পক্ষকে আহবান জানায়, যা বিশ্লেষকদের অবাক করেনি।

বিআরআই বহুপক্ষীয় সহযোগিতা অনুসন্ধান করে। তথাপি কিছু দেশ এর লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সন্দেহ পোষণ করে। বিগত বছরগুলোতে অনেক জায়গায় উন্নয়নের মাধ্যমে বিআরআই প্রকল্পগুলো অংশগ্রহণকারী দেশগুলোর জন্য "ঋণের ফাঁদ" হওয়ার ভয়কে ঘুচিয়ে দিয়েছে।

এটা বলার অপেক্ষা রাখে না যে, বিআরআইর আরও উন্নতির সম্ভাবনা রয়েছে। তাই এই মাসের শেষের দিকে বেইজিংয়ে অনুষ্ঠেয় আন্তর্জাতিক সহযোগিতার জন্য দ্বিতীয় বেল্ট ও রোড ফোরামে টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা, এবং ভবিষ্যতের প্রকল্পগুলোর জন্য আরও ভাল মূল্যায়ন এবং ব্যবস্থাপনার উপর অধিক মনোযোগ প্রদানসহ বিআরআই প্রকল্পের উন্নতির দিকে নজর দেয়া উচিত।

অংশগ্রহণকারী দেশগুলোর জন্য বিআরআই প্রকলগুলো যখন ইতিবাচক ফলাফল বয়ে আনবে. তখন চীনের বিরোধীরাসহ সমগ্র বিশ্ব আরো ভালভাবে বুঝতে পারবে যে, এর লক্ষ্য বহুজাতিক সহযোগিতার জন্য একটি ভাল প্ল্যাটফর্ম তৈরি করা। চীন বেল্ট এবং রোড ইনিশিয়েটিভ প্রস্তাব করেছে সত্য। তবে এটি সমস্ত অংশগ্রহণকারী দলগুলির উপকারের জন্য। কারণ, এর উদ্দেশ্য সহ-উন্নয়ন। (সম্পাদিত)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040