'এক অঞ্চল, এক পথ' শীর্ষ ফোরামের শিল্পপতি সম্মেলনে ৯ শতাধিক প্রতিনিধি
  2019-04-25 13:31:24  cri
এপ্রিল ২৫: 'এক অঞ্চল, এক পথ' দ্বিতীয় শীর্ষ ফোরাম আগামীকাল (শুক্রবার) বেইজিংয়ে শুরু হবে। ফোরামে প্রথমবারের মতো 'শিল্পপতি সম্মেলন' আয়োজিত হবে। এতে ৯ শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করবেন। গতকাল (বুধবার) বেইজিংয়ে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান চীনের বাণিজ্য উন্নয়ন কাউন্সিলের উপ-মহাপরিচালক ছেন চৌ।

ছেন চৌ জানান, এবারের শিল্পপতি সম্মেলনকে চারটি ভাগে ভাগ করা হয়েছে: পূর্ণাঙ্গ অধিবেশন, চুক্তিস্বাক্ষর অনুষ্ঠান, চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিদেশি শিল্পপ্রতিষ্ঠানগুলোর আলোচনা, এবং সমাপনী অনুষ্ঠান।

তিনি আরও জানান, এবারের সম্মেলনে ৮৮টি দেশ ও অঞ্চলের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। এসব শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে বিশ্বের শ্রেষ্ঠ ৫০০ কম্পানির ৯০টি এবং ১০০টি সরকারি ও ২০০টি বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান থাকছে। (স্বর্ণা/আলিম/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040