যুক্তরাষ্ট্রকে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের ফলে সৃষ্ট উন্নয়নের সুযোগ না-হারানোর পরামর্শ
  2019-04-25 13:27:36  cri
এপ্রিল ২৫: যুক্তরাষ্ট্রে চীনের রাষ্ট্রদূত ছুই থিয়েন খেই গত ২৩ এপ্রিল মার্কিন ফর্চুন ম্যাগাজিনে স্বনামে প্রকাশিত নিবন্ধে বলেছেন, যুক্তরাষ্ট্রের উচিত 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের ফলে সৃষ্ট উন্নয়নের সুযোগ হেলায় না-হারানো।

নিবন্ধে ছুই থিয়েন খেই বলেন, প্রাচীন রেশমপথের চেতনার আলোকে 'এক অঞ্চল, এক পথ' প্রস্তাব উত্থাপিত হয়েছে। বর্তমানে এ উদ্যোগ বৈশ্বিক সহযোগিতার প্ল্যাটর্ফম ও চালিকাশক্তিতে পরিণত হয়েছে। ১২০টিও বেশি দেশ ও ২৯টিরও বেশি আন্তর্জাতিক সংস্থা চীনের সঙ্গে এ উদ্যোগের আওতায় সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষর করেছে।

ছুই থিয়েন খেই বলেন, 'এক অঞ্চল, এ পথ' উদ্যোগ অপূর্বভাবে বিশ্বকে সংযুক্ত করেছে। অথচ যুক্তরাষ্ট্র এ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছে। এতে দেশটি উন্নয়নের একটি চমত্কার সুযোগ হারাবে।

তিনি আরও বলেন, Honeywel-সহ বেশকয়েকটি মার্কিন কম্পানি চীনের সঙ্গে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের আওতায় সহযোগিতা চালাচ্ছে। এ উদ্যোগে অন্যান্য মার্কিন কম্পানির অংশগ্রহণকেও স্বাগত জানাবে চীন। (রুবি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040