বেইজিংয়ে 'এক অঞ্চল, এক পথ' স্ট্যাডিজ নেটওয়ার্ক গঠিত
  2019-04-25 10:54:42  cri

এপ্রিল ২৫: বেইজিংয়ে গতকাল (বুধবার) শিনহুয়া ইনস্টিটিউটের উদ্যোগে চীন ও অন্যান্য দেশের ১৫টি থিংকট্যাংক সম্মিলিতভাবে "'এক অঞ্চল, এক পথ' স্ট্যাডিজ নেটওয়ার্ক" গঠন করে। ৫৯টি দেশ এবং ২টি আন্তর্জাতিক সংস্থার ১৩০টি থিংকট্যাংকের দুই শতাধিক প্রতিনিধি উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এ নেটওয়ার্কের মাধ্যমে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগসংক্রান্ত একাডেমিক আদানপ্রদান নিয়মিত হবে বলে আশা করা হচ্ছে। নবগঠিত নেটওয়ার্কের কর্মসুচি অনুসারে: প্রতিবছরে একবার ফোরাম আয়োজন করে সংশ্লিষ্ট গবেষণার ফলাফল প্রকাশ করা হবে; অলাভজনক "'এক অঞ্চল, এক পথ' গবেষণা তহবিল" স্থাপন করা হবে; একাডেমিক জার্নাল বের করা হবে, যাতে বিভিন্ন ভাষায় নতুন গবেষণার ফলাফল স্থান পাবে; এবং মৌলিক ডেটাবেইস স্থাপন করা হবে। (স্বর্ণা/আলিম/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040