৩২তম তেহরান আন্তর্জাতিক বই মেলায় চীনা প্যাভিলিয়ন উদ্বোধন
  2019-04-25 10:44:03  cri

এপ্রিল ২৫: গতকাল (বুধবার) স্থানীয় সময় সকাল দশটায় খোমেনি গ্র্যান্ড মসজিদে '৩২তম তেহরান আন্তর্জাতিক বই মেলা'য় চীনা প্যাভিলিয়ন উদ্বোধন করা হয়। ইরানের সংস্কৃতিমন্ত্রী আব্বাস সালেহি, চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্যকার্যালয়ের উপ-মহাপরিচালক কুও ওয়েই মিন, ইরানে চীনের রাষ্ট্রদূত পাং সেনসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে কুও ওয়েই মিন বলেন, এবারের মেলায় চীন প্রধান অতিথিদেশ হিসেবে অংশগ্রহণ করছে। এটা সাংস্কৃতিক খাতে সহযোগিতা জোরদারে দু'দেশের নেতৃবৃন্দের নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের অংশবিশেষ।

তিনি জানান, এবার চীন ৪ হাজার ধরনের ১৫ হাজার বই নিয়ে মেলায় অংশগ্রহণ করছে। এ ছাড়া, মেলা চলাকালে চীনের ভালো বইয়ের পরিচিতিমূলক প্রেস ব্রিফিংসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে।

উল্লেখ্য, তেহরান আন্তর্জাতিক বই মেলা গত ১৯৮৭ সাল থেকে প্রতিবছর আয়োজিত হয়ে আসছে। এটি খুবই জনপ্রিয় একটি মেলা। (রুবি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040