সুরের ধারায়- ইয়াং খুন
  2019-04-24 20:44:01  cri

ইয়াং খুন, ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর চীনের ইনারমঙ্গোলিয়ার বাও থৌ শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের পপ সংগীত মহলের বিখ্যাত গায়ক, অভিনেতা এবং সংগীত প্রযোজক।

১৯৮৭ সালে হাই স্কুল থেকে স্নাতক হওয়ার পর ইয়াং খুন এক ইস্পাত কোম্পানিতে দু'বছর বিদ্যুত্-মিস্ত্রি হিসেবে কাজ করতেন।

১৯৮৯ সালে ইয়াং খুন ইস্পাত কোম্পানির আয়োজিত 'মে মাসের ফুল' নামে সংগীত প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন। ১৯৯১ সালে পরীক্ষায় পাস করে ইয়াং খুন ইনারমঙ্গোলিয়ার সশস্ত্র পুলিশের শিল্পী দলে ভর্তি হন। তখন থেকে তিনি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে শুরু করেন।

১৯৯৩ সালে ইয়াং খুন ইনারমঙ্গোলিয়া থেকে বেইজিংয়ে আসেন এবং পানশালায় গান গাওয়া শুরু করেন। তিনি খুব কম কথা বলতেন। তাই তার বেশি ভক্ত তৈরি হয়নি। সেই সময় তিনি স্থিতিশীল চাকরি ও আয়ও করতে পারতেন না। বলা যায়, তখন ইয়াং খুনের জীবন অনেক কষ্টের ছিল, টাকার অভাবে তিনি ৫০ বার বাসা পরিবর্তন করেছেন।

১৯৯৪ সালের মার্চ মাসে ইয়াং খুন টিভি সিরিজ 'অপরিচিত সমুদ্রতীর'-এর থিম সং 'অপরিচিত সমুদ্রতীর' পরিবেশন করেন। এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে যোগ দেন। একই বছর তিনি টিভি সিরিজ 'চিরদিনের ভালোবাসা'র জন্য থিম সং 'ভালোবাসা' গেয়েছেন।

১৯৯৭ সালে ইয়াং খুন নিজেই প্রথম অ্যালবাম 'কোনো ব্যাপার না' তৈরি করেন। তবে কোনো সংগীত কোম্পানি তা গ্রহণ করে না।

১৯৯৯ সালে ইয়াং খুন বিভিন্ন বিখ্যাত কণ্ঠশিল্পীদের জন্য গান রচনা করা শুরু করেন। ধীরে ধীরে তিনি সংগীত মহলে স্থান পেতে শুরু করেন।

২০০২ সালের এপ্রিল মাসে, ইয়াং খুনের প্রথম অ্যালবাম 'কোনো ব্যাপার না' অনেক কষ্টের পর আনুষ্ঠানিকভাবে বাজারে আসে। এতে 'কোনো ব্যাপার না'সহ দশটি সুন্দর গান স্থান পায়। এরপর তার গান 'কোনো ব্যাপার না' সেবছর ২০তম চীনা গানের তালিকার চ্যাম্পিয়ন হয়েছে।

২০০২ সালের ১৭ জানুয়ারি, দশম চীনা গানের তালিকার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি সেই বছর সবচেয়ে জনপ্রিয় নতুন কণ্ঠশিল্পীর পুরস্কার জিতে নেন। এরপর তিনি নতুন একটি গান 'ভালোবাসা খুব সহজ' প্রকাশ করেন।

২০০৪ সালের ১২ মার্চ ইয়াং খুন 'চাইনিজ টপ টেন মিউজিক অ্যাওয়ার্ডস'-এর বার্ষিক শ্রেষ্ঠ গায়কের পুরস্কার জিতে নেন।

২০০৪ সালের জানুয়ারি মাসে ইয়াং খুন চীনের কেন্দ্রীয় টিভি স্টেশন সিসিটিভির বসন্ত উত্সবের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন এবং 'বাবা মা'র ভালোবাসা' নামে গানটি পরিবেশন করেন।

২০০৫ সালের অগাস্ট মাসে ইয়াং খুনের তৃতীয় অ্যালবাম '২০০৮' বাজারে আসে।

২০০৭ সালের এপ্রিল মাসে তার পঞ্চম অ্যালবাম 'ইয়াং খুন' রিলিজ হয়। এতে 'খালি শহর', 'আমি বিশ্বাস করি'সহ দশটি সুন্দর গান রয়েছে।

২০১০ সালের মে মাসে ইয়াং খুনের ষষ্ঠ অ্যালবাম ডিস্‌কো (DISCO) প্রকাশিত হয়। এতে 'ছোট মেয়ে', 'সেই রাত'সহ নয়টি গান রয়েছে।

২০১৩ সালে ইয়াং খুন আবার চীনের সিসিটিভি'র বসন্ত উত্সবের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন। তিনি অন্য এক বিখ্যাত গায়িকা চাং লিয়াং ইংয়ের সঙ্গে 'চিরদিনের বন্ধু' নামে গানটি গেয়েছেন।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে মূলত আপনাদেরকে চীনের জনপ্রিয় গায়ক ইয়াং খুনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি গানগুলো আপনাদের ভালো লেগেছে।

আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবার কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040