'এক অঞ্চল, এক পথ' বিভিন্ন দেশের মধ্যে দূরত্ব কমিয়েছে
  2019-04-24 18:55:31  cri
এপ্রিল ২৪: আজ (বুধবার) "দ্বিতীয় 'এক অঞ্চল, এক পথ' আন্তর্জাতিক সহযোগিতা শীর্ষফোরামের" বিদেশি নেতারা পৃথক পৃথকভাবে বেইজিং পৌঁছেছেন। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আলাদা আলাদাভাবে তাঁদের সঙ্গে সাক্ষাত্ করেছেন।

লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে চিলির সঙ্গে চীনের সম্পর্ক বৈশিষ্ট্যময় ও গুরুত্বপূর্ণ। এদিনের বৈঠকে প্রেসিডেন্ট সি চিন পিং বলেন, গণপ্রজাতন্ত্রী চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী দক্ষিণ আমেরিকার প্রথম দেশ চিলি। চিলি চীনের বাজার অর্থনীতিকে স্বীকৃতি দেওয়া এবং চীনের সঙ্গে দ্বিপক্ষীয় অবাধ বাণিজ্য চুক্তি স্বাক্ষরকারী লাতিন আমেরিকার প্রথম দেশ।

চিলির প্রেসিডেন্ট সেবাস্টিয়া পিনেরার বলেন, চীন মানবজাতির কল্যাণে বিরাট অবদান রেখেছে। চীনের উত্পাদিত পণ্যের উচ্চ মান চিলি সরকার ও জনগণের ভূয়সী প্রশংসা পেয়েছে। চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের উত্থাপিত 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ নতুন যুগে বিশ্বের সাংস্কৃতিক বিনিময় জোরদার করেছে; চিলি এতে সমর্থন দেয়।

(শুয়েই/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040