শ্রীলংকায় শোক দিবস পালিত; সারা দেশে জরুরি অবস্থা
  2019-04-24 16:41:18  cri

এপ্রিল ২৪: গত রোববারের সন্ত্রাসী হামলায় নিহত তিন শতাধিক মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে গতকাল (মঙ্গলবার) শ্রীলংকায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। একই দিন থেকে সারা দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

কলম্বো থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত সেন্ট সেবাস্টিয়ানস গির্জায় এবারের ধারাবাহিক সন্ত্রাসী হামলায় সবচেয়ে বেশি লোক হতাহত হয়। এদিন গির্জায় নিহতদের স্মরণে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়।

শ্রীলংকার প্রধানমন্ত্রী রানিল ভিক্রমাসিংহে গতকাল (মঙ্গলবার) এক সাংবাদিক সম্মেলনে নিহতদের জন্য শোক প্রকাশ করেন। তিনি বলেন, হামলায় বিদেশি সন্ত্রাসী সংস্থার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। সরকার এখন সারা দেশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করে সন্দেহভাজনদের ধরার সর্বোচ্চ চেষ্টা চালাবে।

এদিকে, নেগোম্বো শহরের পুলিশ জানিয়েছে, ঘটনার পর পুলিশ ৪০ জনেরও বেশি সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। সারা দেশে পুলিশসদস্যদের ছুটি বাতিল করা হয়েছে। তা ছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোও আপাতত বন্ধ করে দিয়েছে সরকার। ইন্টারপোল ও এফবিআই শ্রীলংকা সরকারের আমন্ত্রণে কলম্বোয় তদন্তদল পাঠিয়েছে। (স্বর্ণা/আলিম/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040