সুরের ধারায়----'গায়ক' (১)
  2019-04-27 16:43:37  cri



চীনের হুনান টিভি স্টেশনের খুব জনপ্রিয় একটি সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠান 'গায়ক'। এতে অংশগ্রহণকারীরা সবাই বেশ বিখ্যাত বা শক্তিশালী পেশাদার গায়ক। এই অনুষ্ঠানটি খুব উচ্চ মানের গান ও উন্নত পরিবেশনার জন্য বিখ্যাত এবং চীনের সবচেয়ে জনপ্রিয় সংগীত অনুষ্ঠানের অন্যতম। চলতি বছর 'গায়ক' অনুষ্ঠান সপ্তম বছরে পা দিয়েছে। এর চূড়ান্ত প্রতিযোগিতা সম্প্রতি শেষ হয়েছে। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চলতি বছরের 'গায়ক' অনুষ্ঠানের গায়কের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো এবং তাদের কিছু সুন্দর গান শোনাবো।

'গায়ক' অনুষ্ঠানের শুরুতে ৭জন গান পরিবেশন করেন। এরপর অন্যান্য ১০জন গায়ক প্রতিযোগিতায় অংশ নেন। অবশেষে ৭জন শিল্পী চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। এদের মধ্য থেকেই একজন চ্যাম্পিয়ন হন। চলতি বছর চ্যাম্পিয়ন হন চীনের বিখ্যাত গায়ক, প্রযোজক, সুরকার, সংগীত শিক্ষাবিদ লিউ হুয়ান। তিনি চীনা সংগীত মহলের একজন বিখ্যাত ও প্রভাবশালী গায়ক। প্রায় ৩০ বছরের সংগীত জীবনে লিউ হুয়ান অসংখ্য জনপ্রিয় গান রচনা করেছেন। ২০০৮ সালের বেইজিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ব্রিটিশ গায়িকা সারা ব্রাইটম্যানের সঙ্গে থিম সং 'তুমি ও আমি' গেয়েছেন।

বন্ধুরা, এখন শুনুন 'গায়ক' লিউ হুয়ানের একটি সুন্দর গান 'ক্রিসেন্ট মুন' (Crescent Moon)।

লিউ হুয়ানের সংগীত দক্ষতা ও কৃতিত্ব আসলে চ্যাম্পিয়ন হয়ে প্রমাণ করার দরকার নেই। গোটা অনুষ্ঠানেই তিনি উচ্চ মানের গান পরিবেশন করেন এবং অবশেষে একটি চমত্কার পারফরমেন্স দিয়ে সবার মন জয় করেন।

বন্ধুরা, এখন আমরা এখন শুনবো চূড়ান্ত প্রতিযোগিতায় লিউ হুয়ানের গান 'ফেং হুয়াং ইয়ু ফেই' বা 'ফিনিক্স ওড়ে'। গানটি হচ্ছে জনপ্রিয় টিভি সিরিজ 'চেন হুয়ান চুয়ানের' থিম সং। গানটি চীনের বিখ্যাত 'শি চিং' বা 'কবিতার গ্রন্থ'-এর গল্প অনুসারে রচিত হয়েছে। গানে ভালোবাসার সৌন্দর্যের প্রশংসা ও এর দুর্বলতার জন্য দুঃখ প্রকাশ করা হয়।

বন্ধুরা, এখন এই দারুন গান 'ফিনিক্স ওড়ে' শুনবো।

পরের গায়ক হলেন উ ছিং ফেং। তিনি জনপ্রিয় ব্যান্ড 'সোডা ক্রিনের' প্রধান গায়ক। উ ছিং ফেং তার বিশেষ কণ্ঠ ও গানের কথা রচনার দক্ষতার জন্য বিখ্যাত। তিনি গানে লিখেছেন- গায়ক হলেন পাখির মতো, আর গায়কের গান যেন পাখির বাসা। পাখি প্রাণপণ চেষ্টা করে বাসা তৈরি করে। আর গায়কও চেষ্টা করেন গান রচনা করে লোকদের কাছে তা পরিবেশন করার।

বন্ধুরা, এখন শুনুন উ ছিং ফেংয়ের গান 'পাখির বাসা'।

'গায়ক' অনুষ্ঠানে প্রতিযোগিতা তীব্র হলেও উ ছিং ফেং প্রতিযোগিতা বিবেচনা করেন না। তিনি বরং অ্যালবাম তৈরির মতো প্রতিটি গানে নতুন উপাদান ও বিশেষত্ব যোগ করেন। এই ধারণায় তিনি অনেক পুরানো গান নতুনভাবে গেয়েছেন। তার 'উ ছিং ফেং-শৈলীর' গান দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছে।

বন্ধুরা, এখন শুনুন উ ছিং ফেংয়ের কণ্ঠে তাইওয়ানের গায়ক ওয়াং লি হংয়ের একটি জনপ্রিয় গান 'সুন্দর ভুল'। গানে বেইজিং অপেরার বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে। বন্ধুরা, এখন গানটি শুনি।

'গায়ক' অনুষ্ঠানে চ্যাম্পিয়ন না হলেও উ ছিং ফেং বলেন, তিনি অনেক সন্তুষ্ট। চূড়ান্ত প্রতিযোগিতায় তিনি তার গান 'ক্য সোং চ্য' গেয়েছেন। চলুন গানটি শুনি।

এবারের গায়ক চীনের তাইওয়ানের বিখ্যাত শিল্পী ছি ইয়ু। বৈশিষ্ট্যময় কণ্ঠ ও সংগীতশৈলীর জন্য তিনি চীনের পপ সংগীত মহলে প্রতিষ্ঠিত একজন। 'সুন্দর কণ্ঠ সাধারণ, তবে সুন্দর কণ্ঠের সঙ্গে নির্ভেজাল আত্মা বিরল'। এটি তাঁর সম্পর্কে মানুষের মতামত। ৪০ বছরের সংগীত জীবনে ছি ইয়ু ৫০টিরও বেশি অ্যালবাম প্রকাশ করেছেন এবং তার অনেক গান চীনের শ্রেষ্ঠ গানের পুরস্কার পেয়েছে। গানগুলো এখন পর্যন্ত জনপ্রিয়। 'গায়ক' অনুষ্ঠানে তিনিও দারুণ পারফরমেন্স দেখিয়েছেন।

বন্ধুরা, এখন ছি ইয়ু'র একটি প্রতিনিধিত্বকারী গান 'হাসি মুখ' শুনবো।

বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শেষে ছি উয়ু'র আরও একটি সুন্দর গান 'পাখি ও মাছ' শুনবো। আগামী সপ্তাহের অনুষ্ঠানে 'গায়ক' অনুষ্ঠানের আরও কিছু শিল্পী ও তাদের গান শোনাব।

 

(তুহিনা/তৌহিদ/ওয়াং হাইমান)
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040