যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত 'শতাব্দীর চুক্তি' প্রত্যাখ্যান করবে ফিলিস্তিন: প্রধানমন্ত্রী ইশতায়ে
  2019-04-24 11:37:22  cri
এপ্রিল ২৪: ফিলিস্তিন ও ইসরাইলের মতভেদ দূর করতে মার্কিন সরকারের প্রস্তাবিত 'শতাব্দীর চুক্তি' প্রত্যাখ্যান করবে ফিলিস্তিন। গতকাল (মঙ্গলবার) জর্দান নদীর পশ্চিম তীরের রামাল্লায় মার্কিন সিনেটর রন উইডেনের সঙ্গে সাক্ষাতে এ কথা বলেন ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ ইশতায়ে।

তিনি বলেন, জেরুসালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া, মার্কিন দূতাবাস তেলআবিব থেকে জেরুসালেমে স্থানান্তর করা, এবং ফিলিস্তিনকে অর্থ-সহায়তা বন্ধ করাসহ মার্কিন সরকার বিভিন্ন নেতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে। আর এখন একটি অগ্রহণযোগ্য চুক্তির কথা বলা হচ্ছে।

তিনি আরও বলেন, ফিলিস্তিন-মার্কিন সম্পর্ক এবং ফিলিস্তিন-ইসরাইল শান্তি আলোচনাকে এখন আলাদাভাবে দেখা উচিত।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণের পর তথাকথিত 'শতাব্দীর চুক্তি'-র কথা বলা শুরু হয়। ফিলিস্তিনি নেতৃবৃন্দ একাধিকবার এ ধরনের চুক্তি প্রত্যাখ্যান করার কথা বলেছেন। কারণ, এতে জেরুসালেম ইস্যু, ফিলিস্তিনি শরণার্থী সমস্যা, এবং দখলকৃত ফিলিস্তিনি ভূমিতে ইহুদি বসতি নিয়ে কিছু বলা হয়নি। (সুবর্ণা/আলিম/স্বর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040