দক্‌দো দ্বীপের ওপর জাপানের সার্বভৌমত্বের দাবির তীব্র প্রতিবাদ জানালো সিউল
  2019-04-24 10:13:05  cri
এপ্রিল ২৪: দক্‌দো দ্বীপের ওপর সার্বভৌমত্বের দাবি করে সম্প্রতি জাপান যে কূটনৈতিক নীলপত্র প্রকাশ করেছে, দক্ষিণ কোরিয়া তার তীব্র নিন্দা জানিয়েছে। গতকাল (মঙ্গলবার) দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জাপানের দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেন।

মুখপাত্র বলেন, দক্‌দো দ্বীপ ইতিহাস, ভৌগোলিক অবস্থান ও আন্তর্জাতিক আইন অনুযায়ী দক্ষিণ কোরিয়ার অবিচ্ছেদ্য অংশ। অথচ জাপান নিয়মিত বিরতিতে এই দ্বীপের ওপর নিজের সার্বভোমত্ব দাবি করে আসছে, যা দু'দেশের ভবিষ্যত সম্পর্কের জন্য ক্ষতিকর। দক্ষিণ কোরিয়া দক্‌দো দ্বীপে জাপানের সব ধরনের উস্কানিমূলক তত্পরতার বিরোধিতাও করে। (রুবি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040