থু চিয়া জাতি
  2019-04-24 08:55:56  cri

থু চিয়া জাতির লোকসংখ্যা ৮০ লাখের বেশি এবং মূলত চীনের হু নান, হু পেই, ছুংছিং ও কুই চৌ—এই চার স্থানের সীমান্তে উ লিং নামের একটি পাহাড়ি অঞ্চলে তাদের বাস। অঞ্চলটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৪০০-১৫০০ মিটার উঁচুতে অবস্থিত। আবহাওয়া উষ্ণ এবং বৃষ্টিপাত প্রচুর। কৃষিকাজ, বনজসম্পদ লালন, পশুপালন, মত্সচাষ ইত্যাদি নানান শিল্পের জন্য উপযোগী পরিবেশ আছে এখানে। tung tree ও তেল চা থু চিয়া জাতির প্রধান অর্থকরী ফসল এবং তাদের অর্থনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ অবস্থান দখল করে আছে। পানিসম্পদ প্রচুর এবং এখানকার giant salamander দেশবিদেশে বিখ্যাত জাতীয় বৈশিষ্টপূর্ণ পণ্য।

থু চিয়া জাতির মানুষ নিজেদের পি জি খা, মি জি খা বা পেই চিন খা বলে ডাকে। এর মানে 'স্থানীয় মানুষ'। থু চিয়া, হান ও মিয়াও জাতির মানুষ একসাথে বাস করে বলে থু চিয়া ও হান জাতির মানুষদেরকে পৃথক করে যথাক্রমে থি চিয়া ও ক্য চিয়া—এই দুটি নাম দেওয়া হয়ছে।

থু চিয়া জাতির ভাষা দক্ষিণ ও উত্তর—এই দুই রকম। অধিকাংশ থু চিয়া মানুষ উত্তর আঞ্চলিক ভাষা বলে। থু চিয়া জাতির ভাষার নিজস্ব অক্ষর নেই; তারা হান জাতির ভাষার অক্ষর ব্যবহার করে। বেশির ভাগ থু চিয়া জাতির মানুষ হান ভাষা বলতে পারে এবং কেউ কেউ মিয়াও জাতির ভাষাও বলতে পারে।

থু চিয়া জাতির অর্থনীতি মূলত পাহাড়ি অঞ্চলের চাষের উপর নির্ভর করে। গ্রুপ করে কাজ করতে পছন্দ করে তারা। ড্রাম ও গং বাজিয়ে গান গাইতে গাইতে কৃষিকাজ করার একটি পদ্ধতি আবিষ্কার করে তারা। গান গাইলে কাজের কষ্ট অনেক কম হয়। তা ছাড়া, থু চিয়া জাতির মানুষ গ্রুপ করে শিকার করতে পছন্দ করে।

থু চিয়া জাতির মানুষ ঝাল ও খামির স্বাদের খাবার বেশ পছন্দ করে। সয়াবিন গুঁড়া ও শাকসবজি দিয়ে তৈরি জাউ তাদের প্রিয় খাবার। থু চিয়া জাতির মানুষ খুব সাদামাটা; তাদের পোশাক হাতে বোনা কাপড় দিয়ে তৈরি করা হয়। এখন, থু চিয়া জাতির মানুষ হান জাতির মানুষের মতো পোশাক পরে। শুধু জাতীয় ঐতিহ্যিক উত্সব বা গুরুত্বপূর্ণ সমাবেশে জাতীয় পোশাক পরে।

থু চিয়া জাতির মানুষ শিষ্টাচারের ওপর গুরুত্ব দেয়। বাচ্চা জন্ম হলে তার বাবা একটি চিকেন কোলে নিয়ে স্ত্রীর বাবা-মার বাড়িতে গিয়ে এ তথ্য তাদেরকে জানায়। ছেলে হলে একটি মোরগ এবং মেয়ে হলে একটি মুর্গি নিয়ে যায়। তিন দিন পর স্ত্রীর বাবা-মা ও আত্মীয়স্বজন উপহার নিয়ে আসে এবং অভিনন্দন জানায়। বাচ্চা এক মাসের হলে, স্ত্রীর মাকে বাচ্চাকে নতুন পোশাক দিতে হয়।

কোন কোন থু চিয়া জাতিঅধ্যুষিত এলাকায় 'মেয়ের মেলা' নামে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিবছরের চান্দ্রা পঞ্জিকার সপ্তম মাসের ১২তম দিনে এ অনুষ্ঠান হয়। যুবক ও যুবতীরা এ মেলায় গান ও নাচের মাধ্যমে পরস্পরের প্রতি ভালবাসা প্রকাশ করে।

থু চিয়া জাতি উত্সবের ওপর বেশ গুরুত্ব দেয় এবং প্রায় প্রতিমাসে তাদের উত্সব পালিত হয়। উত্সবের মধ্যে সবচেয়ে বিখ্যাত উত্সব বলা হয় 'বসন্তপূর্ব উত্সব'। সাধারণত হান জাতির মানুষ চান্দ্র পঞ্জিকা অনুযায়ী দ্বাদশ মাসের শেষ দিন পালন করে বসন্ত উত্সব। কিন্তু থু চিয়া জাতির মানুষ একদিন আগে উত্সব করে।

হাত নেড়ে নাচ থু চিয়া জাতির পুরাতন একটি নাচ। প্রতিবছরের বসন্ত উত্সব চলাকালে সবাই এ নাচ করে। নাচের সময় গাওয়া গানটিকে ডাকা হয় 'সে পা' গান। গানের কথা থু চিয়া জাতির বিশ্ব উন্মোচনের মহাকাব্য। গানে মানুষের উত্স, জাতির উত্স এবং স্থানান্তর ইতিহাস, পূর্বপুরুষের মহান কাজ ইত্যাদি বর্ণনা করা হয়।

থু চিয়া জাতির সমাজে বিধিনিষেধ বেশি। যেমন, বছরের শেষ দিন নারীরা চুল বাঁধতে এবং পোশাক ধুতে পারবে না; বসন্ত উত্সবের আগ দিন থেকে প্রথম দিন পর্যন্ত নারীরা সুই এবং সুতা ব্যবহার করতে পারে না; ভাত সুপে মিশিয়ে দিয়ে খেতে পারে না সবাই; বসন্তকালের প্রথম দিন অর্থাত্ লি ছুন সময়ে কুয়া থেকে পানি নিতে পারবে না; শরতকালের প্রথম দিন শাকসবজি বাছতে পারবে না, ইত্যাদি। (শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040