'এক অঞ্চল, এক পথের' আওতায় চীনের সঙ্গে সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক তুরস্ক: একেপির ভাইস চেয়ারম্যান
  2019-04-23 21:12:38  cri
এপ্রিল ২৩: 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের আওতায় চীনের সঙ্গে সহযোগিতা জোরদার কতে ইচ্ছুক তুরস্ক। এতে দু'দেশের জনগণের কল্যাণ হবে। তুরস্কের ক্ষমতাসীন 'জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি'-একেপি'র ভাইস চেয়ারম্যান ও বিদেশ-বিষয়ক প্রধান সেভদেত ইলমাজ সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ-কথা বলেছেন।

তিনি বলেন, ২১ শতকের শুরু থেকেই তুরস্ক ও চীনের সম্পর্ক সুষ্ঠুভাবে উন্নত হচ্ছে। অর্থনৈতিক, অবকাঠামো ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে দু'দেশের সহযোগিতা জোরদার হচ্ছে। ২০১০ সালে দু'দেশ কৌশলগত সহযোগিতার সম্পর্ক স্থাপনের চুক্তি স্বাক্ষর করেছে। এতে দ্বিপক্ষীয় সম্পর্কের একটি নতুন সূচনা হয়েছে।

তিনি বলেন, ২০১৩ সালে প্রেসিডেন্ট সি চিন পিং 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ উত্থাপনের পর তুরস্ক বরাবরই এই প্রকল্পের কাজ এগিয়ে নিয়েছে। পাশাপাশি, ২১ শতকের সামুদ্রিক রেশমপথ নির্মাণে তুরস্ক ইতিবাচকভাবে অংশ নেওয়ার আগ্রহও প্রকাশ করেছে।

(আকাশ/তৌহিদ/শুয়ই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040