যুক্তরাষ্ট্রের একতরফা অবরোধ ও তথাকথিত 'লং-আর্ম জুরিসডিকশনের' তীব্র বিরোধিতা করেছে চীন
  2019-04-23 21:10:55  cri
এপ্রিল ২৩: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং আজ (মঙ্গলবার) নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে বলেন, চীনসহ আন্তর্জাতিক সমাজ ইরানের সঙ্গে আন্তর্জাতিক আইনের আওতায় স্বাভাবিক জ্বালানি সহযোগিতা চালিয়েছে। তার প্রতি সম্মান জানানো ও রক্ষা করা উচিত। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের একতরফা অবরোধ ও তথাকথিত 'লং-আর্ম জুরিসডিকশনের' (দেশের বাইরে স্থানীয় আদালতের আইনি হস্তক্ষেপ) তীব্র বিরোধিতা করেছে চীন।

তিনি বলেন, চীনের স্বার্থ ও উদ্বেগের প্রতি সম্মান জানাতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানায় বেইজিং। চীনের বৈধ স্বার্থে আঘাত না করতে দেশটিকে সতর্কও করে চীন।

(আকাশ/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040