চীনের গণ-মুক্তিফৌজের নৌবাহিনীর ৭০ বছর পূর্তিতে একাধিক উদযাপনী অনুষ্ঠান
  2019-04-23 21:10:02  cri
এপ্রিল ২৩: গতকাল (সোমবার) চীনের গণ-মুক্তিফৌজের নৌবাহিনী প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকীতে চার দিনব্যাপী ধারাবাহিক উদযাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ চীনের শানতোং প্রদেশের ছিংতাও শহরের বন্দরে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। বিমানবাহী রণতরী লিয়াওনিং, নতুন মডেলের পারমাণবিক শক্তিচালিত ডুবোজাহাজ, নতুন মডেলের যুদ্ধজাহাজসহ চীনের নৌবাহিনীর নতুন মডেলের বিভিন্ন রণতরী এতে অংশ নিয়েছে। পাশাপাশি রাশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ভারতসহ মোট ১৩টি দেশের ১৮টি যুদ্ধজাহাজও এ কুচকাওয়াজে অংশ নিচ্ছে। এ অনুষ্ঠানের মাধ্যমে শান্তি রক্ষা ও অভিন্ন উন্নয়নের দৃঢ় প্রতিজ্ঞা বিশ্বকে দেখাতে পারবে চীন।

চীনের নৌবাহিনীর ডেপুটি কমান্ডার ছিউ ইয়ান ফেং সাংবাদিকদের বলেন, এ বারের অনুষ্ঠানে বিশ্বের ৬১টি দেশের নৌবাহিনীর প্রতিনিধিদল অংশ নিচ্ছে। এর মধ্যে ৩০টিরও বেশি দেশের নৌবাহিনীর প্রধান অংশগ্রহণ করছেন।

(আকাশ/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040