'এক অঞ্চল, এক পথ' সংবাদ সহযোগিতা লিগের প্রথম নির্বাহী সম্মেলন উদ্বোধন
  2019-04-23 18:52:21  cri
এপ্রিল ২৩: 'এক অঞ্চল, এক পথ' সংবাদ সহযোগিতা লিগের প্রথম নির্বাহী সম্মেলন আজ (মঙ্গলবার) বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। চীনের প্রচারমন্ত্রী হুয়াং খুন মিং সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের অভিনন্দন বার্তা পড়ে শুনিয়েছেন।

হুয়াং খুন মিং বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং-এর অভিনন্দনবার্তা থেকে জানা যায়, চীন সরকার 'এক অঞ্চল, এক পথ' সংবাদ সহযোগিতা লিগের ওপর অত্যন্ত গুরুত্ব দেন। চীন 'এক অঞ্চল, এক পথ' নির্মাণে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকায় স্বীকৃতি দেয় এবং আশা করে 'এক অঞ্চল, এক পথ' উন্নয়নে গণমাধ্যম আরও বড় অবদান রাখবে।

'এক অঞ্চল, এক পথ' সংবাদ সহযোগিতা লিগের প্রথম নির্বাহী সম্মেলনে এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও লাতিন আমেরিকার ২৫টি দেশের ৪০টি প্রধান গণমাধ্যম অংশ নিয়েছে। বর্তমান বিশ্বের ৮৬টি দেশের ১৮২টি গণমাধ্যমও এই লিগে যোগ দিয়েছে।

(শুয়েই/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040