বোমা হামলায় ক্ষতিগ্রস্ত চীনাদের দেখাশোনা করবেন শ্রীলংকার প্রধানমন্ত্রী
  2019-04-23 16:14:05  cri
এপ্রিল ২৩: শ্রীলংকার প্রধানমন্ত্রী রানিল ভিক্রামাসিংহে ধারাবাহিক বোমা হামলায় ক্ষতিগ্রস্ত চীনা নাগরিকদের দেখাশোনার কথা নিশ্চিত করেছেন। গতকাল (সোমবার) বিকালে প্রধানমন্ত্রী ভবনে শ্রীলংকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত চেং সুয়েই ইউয়ান বোমা হামলার ঘটনাসংক্রান্ত বিদেশি কূটনীতিকদের এক সম্মেলনে অংশ নেন।

সম্মেলনে তিনি শ্রীলংকার প্রধানমন্ত্রী রানিল ভিক্রামাসিংহের সঙ্গে হামলায় হতাহত ও নিখোঁজ চীনা নাগরিকের দেখাশোনার বিষয়ে আলোচনা করেন।

ছেং সুয়েই ইউয়ান বলেন, চীন সরকার চীনা নাগরিকদের নিরাপত্তার ওপর অনেক গুরুত্ব দেয়। চীনা জনগণ, বিশেষ করে আত্মীয়স্বজনরা নিখোঁজ ব্যক্তির খোঁজ-খবর জানতে চায়। গত দু'দিনে চীনা দূতাবাস আহতদের ব্যবস্থাপনা এবং নিহত ও নিখোঁজদের চিহ্নিত করার জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়েছে। তবে এ-কাজে অনেক বাধা দেখা যায়।

তিনি আশা করেন, শ্রীলংকা সরকার ও প্রধানমন্ত্রী চীনের দাবির প্রতি গুরুত্ব দেবে এবং সংশ্লিষ্ট সমস্যা সমাধান করবে।

(শুয়েই/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040