চীনের নৌবাহিনী সমুদ্রের উন্নয়ন ও সমৃদ্ধি বাস্তবায়নে ইতিবাচক অবদান রাখতে আগ্রহী: সি চিন পিং
  2019-04-23 16:13:27  cri

এপ্রিল ২৩: চীনের নৌবাহিনী সমুদ্রের উন্নয়ন ও সমৃদ্ধি বাস্তবায়নে ইতিবাচক অবদান রাখতে আগ্রহী বলে উল্লেখ করেছেন চীনের প্রেসিডেন্ট ও চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং। আজ (মঙ্গলবার) সকালে চীনের গণ-মুক্তিফৌজের নৌবাহিনীর প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকীর উদযাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের নৌবাহিনী প্রধানদের সঙ্গে সাক্ষাত্ করেন সি। প্রেসিডেন্ট সি চীন সরকার ও সেনাবাহিনীর পক্ষ থেকে বিভিন্ন দেশের নৌকর্মকর্তা ও সেনাদের আড়ম্বরপূর্ণ স্বাগত জানান।

সি চিন পিং বলেন, মানবজাতির উন্নয়নে সমুদ্রের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। সমুদ্রের শান্তি ও নিরাপত্তা বিশ্বের বিভিন্ন দেশের নিরাপত্তা ও স্বার্থের সঙ্গে জড়িত। চীনা জনগণ শান্তি চায় এবং দৃঢ়ভাবে শান্তিপূর্ণ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। চীন দৃঢ়ভাবে প্রতিরক্ষানীতি মেনে চলে। চীনের নৌবাহিনী সবসময় সহযোগিতা ও উভয় কল্যাণের ভিত্তিতে পারস্পরিক আস্থা ও ন্যায়সঙ্গত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলছে।

সি চিন পিং আরও বলেন, বর্তমানে সমুদ্রের মাধ্যমে বিভিন্ন দেশের প্রযুক্তি, তথ্য ও সাংস্কৃতিক বিনিময় দিন দিন ঘনিষ্ঠ হচ্ছে। চীন ২১ শতকের সামুদ্রিক রেশমপথ গড়ে তোলার আহ্বান জানিয়েছে। এর উদ্দেশ্য হলো, সামুদ্রিক বিনিময় ও যোগাযোগ এবং বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা জোরদার করা, নীল-অর্থনীতির উন্নয়ন এগিয়ে নেওয়া এবং সামুদ্রিক কল্যাণ বাড়ানো। চীনের সেনাবাহিনী বিভিন্ন দেশের সেনাবাহিনীর সঙ্গে সামুদ্রিক উন্নয়ন ও সমৃদ্ধি বাস্তবায়নে ইতিবাচক অবদান রাখতে আগ্রহী।

(শুয়েই/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040