'এক অঞ্চল, এক পথ' তথ্য-সহযোগিতা জোটের সম্মেলনে সি চিন পিংয়ের অভিনন্দনবাণী
  2019-04-23 11:42:12  cri
এপ্রিল ২৩: 'এক অঞ্চল, এক পথ' তথ্য-সহযোগিতা জোটের প্রথম সম্মেলনে আজ (মঙ্গলবার) বেইজিংয়ে শুরু হয়। এ উপলক্ষ্যে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং একটি অভিনন্দনবাণী পাঠান।

অভিনন্দনবাণীতে চীনা প্রেসিডেন্ট বলেন, 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ চীনের, কিন্তু এর সুযোগ ও ফলাফল ভোগ করছে সারা বিশ্ব। 'শান্তিপূর্ণ সহযোগিতা, উন্মুক্ত ও সহনশীল সহাবস্থান, পরস্পরের কাছ থেকে শেখা, এবং কল্যাণ ও সবার জন্য লাভ'—রেশমপথের এই চেতনার ভিত্তিতে সকল পক্ষের উচিত, 'এক অঞ্চল, এক পথ'-কে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ, উন্মুক্ত, সবুজ, নব্যতাপ্রবর্তন ও সংস্কৃতির পথ হিসেবে দাঁড় করানো।

তিনি জোর দিয়ে বলেন, 'এক অঞ্চল, এক পথ' প্রস্তাব উত্থাপিত হবার পর থেকে সংবাদমাধ্যমগুলো ইতিবাচক ভূমিকা পালন করে আসছে। তথ্য-সহযোগিতা জোটের গঠনের ফলে বিভিন্ন দেশের তথ্যমাধ্যমগুলোর মধ্যে যোগাযোগ ও আদানপ্রদানের একটি মঞ্চ সৃষ্টি হয়েছে। আশা করা যায়, সংশ্লিষ্ট দেশগুলোর তথ্যমাধ্যমগুলো এ মঞ্চের মাধ্যমে 'এক অঞ্চল, এক পথ'-এর জন্য সুষ্ঠু জনমত সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখবে। (স্বর্ণা/আলিম/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040