শ্রীলংকায় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ
  2019-04-23 11:40:13  cri
এপ্রিল ২৩: জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গতকাল (সোমবার) প্রকাশিত এক বিবৃতিতে, শ্রীলংকায় ধারাবাহিক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, এসব সন্ত্রাসী হামলা জঘন্য ও কাপুরুষোচিত। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরাষ্ট্রগুলো হামলায় নিহতদের পরিবারবর্গ ও শ্রীলংকা সরকারের প্রতি গভীর সমাবেদনা জানায় এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে।

বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, সন্ত্রাসী হামলা বাস্তবায়নকারী, পরিকল্পনাকারী, সহায়তাকারী, ও সমর্থকদের কঠোর শাস্তি দিতে হবে। আন্তর্জাতিক আইন ও নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাব অনুযায়ী, সন্ত্রাসদমনে আন্তর্জাতিক সমাজ শ্রীলংকা সরকারের সঙ্গে সহযোগিতা চালিয়ে যাবে বলেও বিবৃতিতে আশা প্রকাশ করা হয়। (স্বর্ণা/আলিম/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040