হংকংয়ের কেবল-কার সেবা সাময়িকভাবে বন্ধ
  2019-04-23 11:30:01  cri

এপ্রিল ২৩: আজ (মঙ্গলবার) থেকে হংকংয়ে কেবল-কার সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।

 

হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকার ৬৮ কোটি হংকং ডলার ব্যয়ে কেবল-কার সেবা উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এ কারণেই সাময়িকভাবে কেবল-কার সেবা বন্ধ থাকবে।

পরিকল্পনা বাস্তবায়িত হলে, প্রতিটি কেবল-কারের যাত্রীবহন-ক্ষমতা ১২০ থেকে বেড়ে ২১০ জনে উন্নীত হবে। যাতায়াতের সময়ও কমবে। প্রকল্পের প্রথম পর্যায়ের নির্মাণকাজ ৩ মাসের মধ্যে শেষ হবে।

 

উল্লেখ্য, হংকংয়ের কেবল-কার যাতায়াত-ব্যবস্থার ইতিহাস ১৩০ বছরেরও পুরাতন। হংকংয়ের পর্যটনখাতে যাতায়াতের এই ব্যবস্থা বিশেষ ভূমিকা রেখে আসছে। প্রতিবছর হংকংয়ের কেবল-কারগুলোতে যাত্রীসংখ্যা দাঁড়ায় ৬০ লাখে। (সুবর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040