তেহরানে ৩২তম আন্তর্জাতিক বই মেলা শুরু
  2019-04-23 11:23:54  cri
এপ্রিল ২৩: স্থানীয় সময় গতকাল (সোমবার) ইরানের রাজধানী তেহরানে '৩২তম আন্তর্জাতিক বই মেলা'র উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। এদিন প্রধান অতিথিদেশ হিসেবে চীনের প্রদর্শন-এলাকার তথ্য ও সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠানও তুলে ধরা হয়েছে।

চীনের কেন্দ্রীয় প্রচার মন্ত্রণালয়ের আমদানি ও রফতানি প্রশাসনিক ব্যুরোর উপ-প্রধান চাও হাই ইউয়ুন অনুষ্ঠানের প্রেস ব্রিফিংয়ে বলেন, ২০১৭ সালে ইরান প্রধান অতিথিদেশ হিসেবে 'বেইজিং আন্তর্জাতিক বই মেলা'য় অংশ নিয়েছে এবং আজ চীনও ইরানের মতো তেহরান বই মেলায় অংশ নিচ্ছে। এতে দু'দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও সভ্যতার পারস্পরিক আদান-প্রদান প্রতিফলিত হয়। তিনি আশা করেন, স্থানীয় গণমাধ্যম চীনা বইয়ের প্রদর্শনী-এলাকায় চীনা প্রকাশক, লেখক, ও পণ্ডিতদের সঙ্গে কথা বলবে এবং তা প্রচার করবে।

 

এবার তেহরান বই মেলায় চীনের প্রদর্শনী-এলাকার আয়তন ৬০০ বর্গমিটার। ৯৪টি প্রকাশনালয়ের ২০০ জন প্রতিনিধি ১৫ সহস্রাধিক বই নিয়ে এ মেলায় অংশ নিচ্ছেন। বইগুলোর মধ্যে রয়েছে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের 'দেশ প্রশাসন', 'সি চিন পিংয়ের মুখে গল্প'সহ চীনের কমিউনিস্ট পার্টি ও চীনা জনগণের সংগ্রামসংক্রান্ত গ্রন্থ।

উল্লেখ্য, তেহরান আন্তর্জাতিক বই মেলা ১৯৮৭ সাল থেকে প্রতিবছর অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের মেলা চলবে ৪ঠা মে পর্যন্ত। (সুবর্ণা/আলিম/স্বর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040