'সাহিত্য ও সংস্কৃতি':সাক্ষাত্কার--বাংলাদেশের জাতীয় যাদুঘরের প্রশাসনিক কর্মকর্তা কুদ্দুস মুহাম্মাদ আব্দুল
  2019-04-23 10:18:28  cri

(কুদ্দুস ও সুবর্ণা photo by জিনিয়া)

বন্ধুরা, গত ৮ থেকে ১৯ এপ্রিল বেইজিংয়ে এক সেমিনারে বাংলাদেশ অংশ নেয়। এতে বাংলাদেশের জাতীয় জাদুঘর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশের সাংস্কৃতিক সচিবালয়, বাংলাদেশের গণগ্রন্থাগার, বাংলাদেশ জাতীয় আর্কাইভ ও গ্রন্থাগার প্রশাসন এবং বাংলাদেশের ঢাকা প্রত্নতাত্ত্বিক বিভাগের সাংস্কৃতিক ব্যবস্থাপনা সম্পর্কিত কর্মকর্তারা অংশগ্রহণ করেন। তারা সেন্ট্রাল কালচার অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট কলেজের ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ ডিপার্টমেন্ট, চীনের জাতীয় জাদুঘর, ইউয়ান মিং ইউয়ান উদ্যান ম্যানেজমেন্ট অফিস, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ কালচারাল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট এবং থিয়েনচিন জাদুঘর কর্তৃপক্ষ এবং গবেষকদের সঙ্গে বিভিন্ন ইস্যুতে আলোচনা করেছেন।

চীনের সংস্কৃতি ও পর্যটন প্রশাসন কেন্দ্রীয় একাডেমি এ সেমিনারের আয়োজন করে। একাডেমি অনেক দেশের শিক্ষা ও প্রশিক্ষণ পেশাদারদের সঙ্গে সহযোগিতার সম্পর্ক প্রতিষ্ঠা করেছে।

আজকের অনুষ্ঠানে আমরা এবারের সেমিনারে অংশগ্রহণ করা বাংলাদেশের প্রতিনিধি দলের একজন সদস্য, বাংলাদেশের জাতীয় যাদুঘরের প্রশাসনিক কর্মকর্তা কুদ্দুস মুহাম্মাদ আব্দুলের সঙ্গে কথা বলেছি। আজকের 'সাহিত্য ও সংস্কৃতি' অনুষ্ঠানে তার সেমিনারের অভিজ্ঞতা ও মতামত শুনব।

(জিনিয়া/তৌহিদ)



© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040