ঢাকায় 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগসংক্রান্ত সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
  2019-04-22 20:59:08  cri

এপ্রিল ২২: বাংলাদেশের চীনা দূতাবাস গতকাল (রবিবার) 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের ফলাফল নিয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। সাংবাদিক সম্মেলনে চীনে অনুষ্ঠেয় "দ্বিতীয় 'এক অঞ্চল, এক পথ' আন্তর্জাতিক সহযোগিতা শীর্ষফোরাম"সংক্রান্ত তথ্য জানানো হয় এবং এ উদ্যোগ শুরুর ছয় বছরের উল্লেখযোগ্য অর্জনগুলো তুলে ধরা হয়।

বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্স ছেন ওয়েই জানান, "দ্বিতীয় 'এক অঞ্চল, এক পথ' আন্তর্জাতিক সহযোগিতা শীর্ষফোরামের" মূল চেতনা হলো "এক অঞ্চল, এক পথ' উদ্যোগ যৌথভাবে নির্মাণ করা ও সুন্দর ভবিষ্যত সৃষ্টি করা" । চীনের আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ ও শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন চীনে "দ্বিতীয় 'এক অঞ্চল, এক পথ' আন্তর্জাতিক সহযোগিতা শীর্ষফোরামের" গণসংযোগ ও নীতিগত যোগাযোগসংক্রান্ত সেমিনারে অংশ নেবেন।

বাংলাদেশের সাংবাদিকদের সংশ্লিষ্ট প্রশ্নের জবাবে ছেন ওয়েই বলেন, ছয় বছরে 'এক অঞ্চল, এক পথ' বরাবর দেশগুলো অনেক উপকৃত হয়েছে। চীন এসব দেশে ৮২টি সহযোগিতা অঞ্চল তৈরি করেছে। আয়োজক দেশগুলোতে মোট দুই বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি কর দিয়েছে এবং তিন লাখেরও বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

তিনি জানান, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এ উদ্যোগে অংশ নেওয়া প্রথম দিকের একটি দেশ বাংলাদেশ। সাম্প্রতিক বছরগুলোতে'যৌথ আলোচনা, নির্মাণ ও ভাগাভাগির" নীতিতে চীন ও বাংলাদেশ 'এক অঞ্চল, এক পথ, উদ্যোগ এগিয়ে গেছে ও সন্তোষজনক ফলাফল অর্জিত হয়েছে। 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগকে বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনার সঙ্গে আরও সুষ্ঠুভাবে সংযুক্ত করে, নীতিগত যোগাযোগ জোরদার করা এবং যৌথভাবে আরও ভালো ফলাফল অর্জন করতে চায় চীন।

তিনি আরও জানান, 'এক অঞ্চল, এক পথ' চীনের উদ্যোগ কিন্তু তা সারা বিশ্বের সম্পদ। এটি অভিন্ন উন্নয়নের সুযোগ।

চায়না মিডিয়া গ্রুপ, সিনহুয়া বার্তাসংস্থা, হংকংয়ের সাউথ চায়না মর্নিং পোস্ট, নিউ এজ, ফাইন্যানশ্যাল এক্সপ্রেস, বিডিনিউজ টোয়েন্টিফোর, বাংলা ট্রিবিউনসহ বেশ কিছু চীনা ও বাংলাদেশি গণমাধ্যম এই সাংবাদিক সম্মেলনে অংশ নিয়েছে।

(আকাশ/তৌহিদ/শুয়ই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040