মার্কিন স্কুল শিক্ষার্থীদের চিঠির জবাব দিলেন সি চিন পিং;চিঠিতে চীন-যুক্তরাষ্ট্র মৈত্রী জোরদারে উত্সাহ দিয়েছেন প্রেসিডেন্ট
  2019-04-22 20:58:09  cri
এপ্রিল ২২: সম্প্রতি চীনের প্রেসিডেন্ট সি চিন পিং যুক্তরাষ্ট্রের ইলিনয়েস রাজ্যের নাইলস্‌ নর্থ হাই স্কুলের শিক্ষার্থীদের চিঠির জবাব দেন। চিঠিতে তিনি শিক্ষার্থীদের চীন-যুক্তরাষ্ট্র মৈত্রী জোরদারে অবদান রাখতে উত্সাহ দেন।

চিঠিতে মার্কিন তরুণদের ধৈর্যের সঙ্গে প্রশ্নের জবাব দিয়েছেন সি। চীনের প্রেসিডেন্ট হিসেবে তাঁর কাজ, জীবন ও ব্যক্তিগত শখের জবাবে তিনি বলেন, তাঁর কাজ হচ্ছে জনগণের সেবা করা। তিনি অনেক ক্লান্ত হলেও অনেক আনন্দিত। দর্শন, ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি, সংগীত, খেলাধুলার উপর তার অনেক আগ্রহ রয়েছে।

যুক্তরাষ্ট্র সম্পর্কে সি বলেন, তিনি অনেকবার যুক্তরাষ্ট্র সফর করেছেন, সেখানকার প্রাকৃতিক দৃশ্য, মানুষ, বহুজাতিক সংস্কৃতি তাঁর অনেক ভালো লেগেছে। তাঁর অনেক আমেরিকান বন্ধু রয়েছে; তাদের মধ্যে অনেক মার্কিন তরুণও আছে।

চিঠিতে সি চিন পিং ওই স্কুল শিক্ষার্থীদের চীনা ভাষার প্রশংসা করেন। তিনি তাদেরকে চীনা ভাষা শিখতে উত্সাহ দেন এবং বলেন, তরুণরা হচ্ছে চীন ও যুক্তরাষ্ট্রের সুন্দর ভবিষ্যত।

চিঠির শেষ দিকে প্রেসিডেন্ট সি মার্কিন শিক্ষার্থীদের চীনে আমন্ত্রণ জানিয়ে বলেন, "অন্যের কাছ থেকে শোনার চেয়ে নিজের চোখে দেখা ভালো। তাই তোমাদের চীনে স্বাগত জানাচ্ছি!"

উল্লেখ্য, সম্প্রতি স্কুলটির চীনা ভাষার ক্লাসের ৪০জন শিক্ষার্থী চীনা ভাষায় সি চিন পিংকে চিঠি লেখে। চিঠিতে তারা চীনা ভাষা, অক্ষর, সংগীত ও খাবার সম্পর্কে নিজেদের অনুভূতি প্রকাশ করে। তারা সবাই চীন সফরের আগ্রহও প্রকাশ করে। (আকাশ/তৌহিদ/শুয়ই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040