"প্রথম 'এক অঞ্চল, এক পথ' শীর্ষফোরামের" সব সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে
  2019-04-22 20:56:07  cri
এপ্রিল ২২: 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগসংক্রান্ত কার্যালয় আজ (সোমবার) "যৌথ নির্মাণ 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ: অগ্রগতি, অবদান ও পূর্বাভাস' শীর্ষক রিপোর্ট প্রকাশ করেছে। এতে বলা হয়, "প্রথম 'এক অঞ্চল, এক পথ' শীর্ষফোরামের" সব সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে

রিপোর্টে বলা হয়, 'এক অঞ্চল, এক পথ' শীর্ষফোরাম ইতোমধ্যে দেশগুলোর বিনিময় ঘনিষ্ঠ করা ও পারস্পরিক আস্থা জোরদারের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এই উদ্যোগের কাঠামোতে মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি তৈরি হবে। 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের মূলনীতি 'যৌথ আলোচনা, নির্মাণ ও উপভোগ'। এটি বিশ্ব প্রশাসনের সংস্কার ও আর্থিক বিশ্বায়নে অবদান রাখবে।

(আকাশ/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040