চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির অর্থ কমিশনের চতুর্থ অধিবেশন অনুষ্ঠিত
  2019-04-22 19:10:56  cri
এপ্রিল ২২: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, চীনের প্রেসিডেন্ট, চীনের অর্থ কমিশনের প্রধান সি চিন পিং আজ (সোমবার) চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির অর্থ কমিশনের চতুর্থ অধিবেশনে সভাপতিত্ব করেছেন।

অধিবেশনে সার্বিক সচ্ছল সমাজ গড়ে তোলার ক্ষেত্রে সমস্যা এবং সরকারের অর্থনীতিবিষয়ক কর্ম-অধিবেশনের ফলাফল বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছে।

অধিবেশনে সি চিন পিং বলেন, সার্বিক সচ্ছল সমাজ গড়ে তোলার প্রক্রিয়ার উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। আমাদের উচিত সঠিকভাবে উন্নয়নের ক্ষেত্রে সমস্যাগুলো বিবেচনা করা, সমস্যা সমাধানের সঠিক পদ্ধতি খুঁজে বের করা এবং ভালোভাবে সরকারের অর্থনীতিবিষয়ক সম্মেলনের ফলাফল বাস্তবায়ন করা।

অধিবেশনে জোর দিয়ে বলা হয়, সার্বিক সচ্ছল সমাজ গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়নে মাত্র দুই বছর বাকি। আমাদের উচিত দারিদ্রবিমোচনের কাজ জোরদার করা, প্রধান এলাকার পরিবেশের দূষণ সমস্যা সমাধান করা, জনগণের জীবনযাপন সম্পর্কিত কাজ এগিয়ে নেওয়া, শিক্ষা, মৌলিক চিকিত্সা, বাড়িঘর এবং খাবার পানির নিরাপত্তাসহ বিভিন্ন কাজে বরাদ্দ বাড়ানো।

(শুয়েই/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040