শ্রীলংকাকে নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সমর্থন দেবে চীন
  2019-04-22 19:01:56  cri
এপ্রিল ২২: চীন সরকার ও জনগণ দৃঢ়ভাবে শ্রীলংকার জনগণের সঙ্গেই আছে। চীন দৃঢ়ভাবে শ্রীলংকাকে দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সমর্থন দেবে। আজ (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এসব মন্তব্য করেছেন।

তিনি বলেন, শ্রীলংকায় ভয়াবহ সিরিজ বিস্ফোরণের পর চীনের প্রেসিডেন্ট সি চিন পিংসহ কয়েকজন নেতা শ্রীলংকার শীর্ষস্থানীয় নেতাদের সমবেদনা জানিয়েছেন, নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন এবং হতাহতের আত্মীয়স্বজনকে আন্তরিক সমবেদনা জানিয়েছেন। চীন সরকার ও জনগণ দৃঢ়ভাবে শ্রীলংকার জনগণের পাশে রয়েছে।

কেং শুয়াং আরও বলেন, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শ্রীলংকায় নিযুক্ত চীনা দূতাবাস আকস্মিক ঘটনা মোকাবিলার ব্যবস্থা নিয়েছে, হতাহত চীনাদের খোঁজ-খবর নিয়েছে এবং সংশ্লিষ্ট নিরাপত্তা জোরদার করেছে। চীন অব্যাহতভাবে এ ঘটনার ওপর নিবিড় দৃষ্টি রাখছে।

(শুয়েই/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040