শাংহাই বিশ্বের প্রথম শ্রেণীর বিজ্ঞান উদ্ভাবন কেন্দ্র স্থাপন করছে
  2019-04-22 18:55:58  cri

এপ্রিল ২২: চীনের অর্থনীতির সবচেয়ে উন্নত এবং সবচেয়ে উন্মুক্ত শহর হিসেবে চীনের শাংহাই শহর সবসময় আন্তর্জাতিক সর্বোচ্চ মানদণ্ড অনুযায়ী বিশ্বের প্রভাবশালী বৈজ্ঞানিক উদ্ভাবন কেন্দ্রের লক্ষ্য বাস্তবায়ন করছে।

শাংহাই শহরের মেয়র ইং ইয়ুং জানান, শাংহাই শহর আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এবং আন্তর্জাতিক মানদণ্ড নিয়ে চাংচিয়াং বহুমুখী রাষ্ট্রীয় বিজ্ঞান কেন্দ্র স্থাপন করবে, বিশ্বের প্রথম শ্রেণীর বড় বিজ্ঞান স্থাপনার নির্মাণ দ্রুততর করবে, আরও বেশি উচ্চমানের গবেষণা সংস্থা ও হাই-টেক শিল্প প্রতিষ্ঠান আকর্ষণ করবে এবং বৈজ্ঞানিক সেবার মঞ্চ স্থাপন করবে।

মাইক্রোসফটের ভাইস চেয়ারম্যান হুং সিয়াও উন বলেন, চীনের শাংহাই শহর সবসময় সংস্কার ও উন্মুক্তকরণের সামনের সারিতে রয়েছে। বিভিন্ন স্তরের সরকারও অনেক চেষ্টা চালাচ্ছে। শাংহাই শহরের সংস্কার ও উন্মুক্তকরণের ভিত্তি ও পরিবেশ খুব ভালো। বিভিন্ন শিল্পের শীর্ষ প্রতিষ্ঠানগুলো এখানে ব্যবসা করছে। তাই মাইক্রোসফট এখানে শাখা চালু করেছে।

(শুয়েই/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040