চীন-ভারত সম্পর্ক উন্নয়নে আগ্রহী দু'দেশ
  2019-04-22 18:34:38  cri
এপ্রিল ২২: আজ (সোমবার) চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র সঙ্গে ও ভারতের পররাষ্ট্রসচিব ভিজয় গোখলে সাক্ষাত্ করেছেন।

সাক্ষাতে ওয়াং ই বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উহান বৈঠকের এক বছরে দু'দেশের সম্পর্কের বিরাট উন্নতি বাস্তবায়িত হয়েছে। বিভিন্ন ক্ষেত্র এবং বিভিন্ন পর্যায়ের সার্বিকভাবে সহযোগিতা এগিয়ে চলেছে। দু'দেশের মধ্যে মতভেদের চেয়ে যৌথ স্বার্থ অনেক বেশি। দু'দেশের উচিত সহযোগিতা জোরদার করা, চীন-ভারত সম্পর্কের সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়ন বজায় রাখা এবং নতুন বাজার ও উন্নয়নশীল দেশের যৌথ স্বার্থ রক্ষা করা।

গোখলে বলেন, চীনের সঙ্গে উচ্চ পর্যায়ের বিনিময় বজায় রাখতে, পারস্পরিক বোঝাপড়া বাড়াতে এবং দ্বিপক্ষীয় সম্পর্কের বিরাট উন্নয়ন বাস্তবায়ন করতে ইচ্ছুক ভারত।

(শুয়েই/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040