সমুদ্রপৃষ্ঠ থেকে ৩০০০ মিটার উঁচুতে টমেটো চাষ করে সফল হয়েছেন স্থানীয় কৃষক
  2019-04-22 15:33:53  cri

এপ্রিল ২২: সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার মিটার উঁচু মালভূমিতে টমেটো চাষ করা যায় কি? চীনের কান চি অঞ্চলের পা থাং জেলায় এ প্রশ্নের 'হ্যাঁ'-সূচক উত্তর পাওয়া গেছে।

সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার মিটার উচুতে অবস্থিত সোং তুও উপজেলার সোং তুও গ্রামে এ পর্যন্ত ৪০টিরও বেশি শীতকালীন গ্রিনহাউস প্রতিষ্ঠিত হয়েছে। গত অগাস্ট মাসে এখানে টমেটো চাষের পরীক্ষা শুরু হয় এবং ডিসেম্বর মাসে বাজারে পাওয়া গেছে এখানে উত্পাদিত টমেটো!

(রুবি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040