শ্রীলংকায় গির্জা ও হোটেলে একাধিক বোমা বিস্ফোরণে নিহত ২২৮; আহত ৪ শতাধিক
  2019-04-22 09:43:21  cri

এপ্রিল ২২: গতকাল (রোববার) শ্রীলংকার তিনটি গির্জা, চারটি হোটেল ও একটি বাড়িতে আলাদা আলাদা বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ২০৭ জন নিহত ও ৪৭০ ব্যক্তি আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। তবে স্থানীয় গণমাধ্যমের সূত্রে জানা গেছে, দু'জন চীনা নাগরিকসহ নিহতের সংখ্যা ২২৮ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

রোববার স্থানীয় সময় সকাল ৮টা থেকে শ্রীলংকার রাজধানী কলম্বো ও পূর্বাঞ্চলের বাত্তিকালোয়ায় মোট ৮টি বিস্ফোরণে অন্তত ৩৫ জন বিদেশি নাগরিকও প্রাণ হারান। ঘটনার দিন সন্ধ্যা ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত সারাদেশে কারফিউ জারি করে সরকার। শেষ খবর পাওয়া পর্যন্ত, কোনো সন্ত্রাসী গ্রুপ হামলার দায় স্বীকার করেনি।

ধারাবাহিক বোমা বিস্ফোরণের তীব্র নিন্দা জানিয়েছেন শ্রীলংকার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী। এ দুঃখজনক মুহূর্তে দেশের নাগরিকদের ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী রানিল ভিক্রমাসিংহে।

এদিকে, হামলার পর শ্রীলংকার নেতৃবৃন্দ ও জনগণকে সমবেদনা জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং। প্রেসিডেন্ট সি বলেছেন, চীন সরকার ও জনগণ দৃঢ়ভাবে শ্রীলংকার জনগণের পাশে দাঁড়াবে এবং শ্রীলংকার রাষ্ট্রীয় নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সমর্থন দিয়ে যাবে। (সুবর্ণা/আলিম/স্বর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040