'একমাত্র মানুষের হৃদয় জয় করতে চাই'
  2019-04-22 09:13:11  cri



বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি প্রথমে কন্ঠশিল্পী লি চিয়ান'র কন্ঠে কয়েকটি গান শোনাবো। তিনি ১৯৭৪ সালের ২৩ সেপ্টেম্বরে হেলংচিয়াং প্রদেশের হার্বিন শহরে জন্মগ্রহণ করেন। তিনি চীনের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক প্রকৌশল বিভাগ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। তার পরিবার একটি সাহিত্যিক পরিবার। তিনি ছোটবেলায় অপেরা শিখেছিলেন। ছোটবেলায় তিনি ছিলেন দুষ্টু প্রকৃতির। জুনিয়র স্কুলে তার গিটার বাজানোর বেশ আগ্রহ ছিল। ১৯৯৪ সালে তিনি ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের সংগীত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন। ১৯৯৬ সালে তিনি চীনের কেন্দ্রীয় টেলিভিশনের এক সংগীত প্রতিযোগিতায় স্বর্ণপদক লাভ করেন। ১৯৯৮ সালে তিনি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর চীনের জাতীয় বেতার ও টেলিভিশন ব্যুরোর ওয়েবসাইটে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ শুরু করেন। ২০০০ সালে তিনি চাকরি ছেড়ে দেন, শুরু হয় তার সংগীত-জীবন। প্রথমে শোনাবো তাঁর নিজের লেখা একটি গান। গানটি ২০০৭ সালে রিলিজ হয়। তিনি নারী কন্ঠশিল্পী সুন লি'র সঙ্গে গানটি গেয়েছেন। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

এখন আমি আপনাদেরকে লি চিয়ানের কন্ঠে আরেকটি ভালোবাসার গানের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। গানের শিরোনাম হলো 'আমি কখন তোমাকে ভালোবেসেছি?'। গানের কথাগুলো এমন: 'তোমাকে ভুলে যাওয়া অনেক কঠিন। অনেক বছর কেটে গেছে, আমার স্মৃতি গভীর থাকার কোনো কারণ নেই। তোমাকে পুনরায় দেখি, তুমি আগের মতো সুন্দর। তোমাকে দেখলে আমি কোনো কথা বলতে পারি না। তোমাকে শুভেচ্ছা জানাতে চাই, কিন্তু দু:খ পাবে ভেবে ভয় পাই। তুমি জানো কি, আমি কখন তোমাকে ভালোবেসেছি? আমি তোমাকে জানাইনি। স্মৃতির আগুন আমাকে পোড়ায়। আমি তোমাকে আহত করতে চাই না। তুমি জানো কি, আমি তোমাকে কখন ভালবাসি? কিন্তু আমি দূর থেকে তোমাকে দেখতে পারি। বছরের পর বছর কেটে গেছে, কেউ আমাকে বুঝতে পারেনি। আমিও স্বপ্নে কেঁদেছি। বাতাসে আমি অবিরত খুঁজি। আমি তোমাকে ভুলে যেতে চাই না। আজীবন থাকবো তোমার'।

আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুছিলেন লি চিয়ান'র কন্ঠে কয়েকটি গান। এখন আমি আপনাদেরকে কন্ঠশিল্পী লি হাং লিয়াংয়ের কন্ঠে গান শোনাবো। হাইস্কুলের সময় তিনি স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতেন। এরপর তিনি গিটার শেখা শুরু করেন। তিনি বিশ্ববিদ্যালয়ে ডিজাইন করা শিখতেন। ২০০৭ সালে তিনি একটি ব্যান্ড প্রতিষ্ঠা করেন। লি হাং লিয়াং ১৯৮৩ সালের ২০ মার্চ চীনের হুপেই প্রদেশের সিয়াংইয়াং শহরে জন্মগ্রহণ করেন। ২০১০ ও ২০১২ সালে তিনি টিভি সংগীত প্রতিযোগিতায় অংশ নেওয়ার মাধ্যমে সংগীতজগতে প্রবেশ করেন। তিনি ২০১২ সালের সেপ্টেম্বরে প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'একমাত্র মানুষের হৃদয় জয় করতে চাই' নামের গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন লি হাং লিয়াংয়ের কন্ঠে 'একমাত্র মানুষের হৃদয় জয় করতে চাই' নামের গান। এখন আমি আপনাদেরকে লি হাং লিয়াংয়ের কণ্ঠে 'তুমি বসন্তকালে ১০ কিলোমিটার বাতাসের চেয়েও আকর্ষণীয়' নামের গান শোনাতে চাই। গানটির কথা এমন: 'তোমাকে গভীরভাবে ভালোবাসতে আমার ভয় লাগে। তোমাকে দেখলে আমার হৃদস্পন্দন বেড়ে যায়। তোমার হাসি আমাকে আকর্ষণ করে। আমি তোমার বাহুবন্ধনে অজ্ঞান হতে চাই। আমার মনে হয়, আমার কৃত্রিম শ্বাস দরকার। তোমার চোখ চন্দ্রের মত, গোপনে তোমার চোখ দেখলে আমি গভীরভাবে তোমাকে ভালোবেসে ফেলি। আমি তোমার মাথায় থাকতে চাই। তুমি বসন্তকালে ১০ কিলোমিটার বাতাসের চেয়েও আকর্ষণীয়। আমি ভালোবাসা মনে লুকিয়ে রাখি; আমি আশা করি, বিশ্বে আসল ভালোবাসা আছে। তুমি বসন্তকালে ১০ কিলোমিটার বাতাসের চেয়েও আকর্ষণীয়। আমি আশা করি, সূর্যাস্তেও আসল ভালোবাসা আছে। আমি গভীরভাবে তোমাকে ভালবেসেছি'।

আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন লি হাং লিয়াংয়ের কন্ঠে কয়েকটি গান। এখন আমি আপনাদেরকে লি রং হাও'র কন্ঠে গান শোনাবো। তিনি ১৯৮৫ সালের ১১ জুলাই আনহুই প্রদেশের পেংপু শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন কণ্ঠশিল্পী, সংগীত-প্রযোজক ও গিটারবাদক। লি রং হাও ৯ বছর বয়স থেকে গিটার শেখা শুরু করেন। উচ্চ বিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর তিনি গিটার শেখানো শুরু করেন। তখন তার ক্লাসে শতাধিক শিক্ষার্থী ছিলো। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'এটা সহ্য করতে পারছি না' (Can't Bear It) নামের গান শোনাবো। গানটি ২০১৬ সালে রিলিজ হয় এবং সে বছরে গ্লোবাল চীনা গোল্ডেন চার্টের (Global Chinese Golden Chart) শ্রেষ্ঠ ২০টি সংগীতের নামতালিকায় অন্তর্ভুক্ত হয়। চলুন, আমরা গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন লি রং হাও'র কন্ঠে 'এটা সহ্য করতে পারছি না' শীর্ষক গান। ২০০৪ সালে তিনি বেইজিংয়ে এসে সুর রচনা, গানের কথা লেখা, গিটার বাজানোর কাজ শুরু করেন। একই বছর তিনি একটি সংগীত ম্যাগাজিনে একটি সংগীত প্রকাশ করেন। একই বছর তিনি চিয়াংসু প্রদেশের পঞ্চম পপ গান প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন। ২০০৫ সালে এক ম্যাগাজিনে আরেকটি সংগীত প্রকাশ করেন। সে বছরের সেপ্টেম্বর থেকে তিনি 'আমার সংগীতের স্বপ্ন' নামের ম্যাগাজিনের প্রধান সম্পাদক হিসেবে কাজ শুরু করেন। তখন থেকে তিনি কয়েকজন কণ্ঠশিল্পীর অ্যালবামের প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'পুরাতন সড়ক' নামের গান শোনাবো। গানটি ২০১০ সালে রিলিজ হয়। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়।

আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040