'মিসিং ইয়ৌ'
  2019-04-22 09:07:05  cri



বন্ধুরা, আমি গত সপ্তাহে আমি আপনাদেরকে কন্ঠশিল্পী লি চিয়ান'র কন্ঠে গান শুনিয়েছিলাম। আজকের অনুষ্ঠানে আমরা তাঁর আরও কয়েকটি গান শুনবো। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে 'মিসিং ইয়ৌ' নামের গান। গানটি ২০০৭ সালের ২৫ এপ্রিল লি চিয়ান'র প্রকাশিত অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। অ্যালবামটিতে মোট ১০টি গান আছে। লি চিয়ান হলেন অ্যালবামটি'র প্রযোজকদের একজন। 'মিসিং ইয়ৌ' নামের গানে পিতাকে মিস করার অনুভূতি প্রকাশিত হয়েছে। লি চিয়ান তাঁর পিতা মারা যাওয়ার এক বছর পর গানটি লেখেন। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন লি চিয়ান'র কন্ঠে 'মিসিং ইয়ৌ' নামের গান। এখন আমি আপনাদেরকে 'অপেরা ফ্যান' নামের গান শোনাবো। গানটি ২০০৮ সালের ২৭ নভেম্বর রিলিজ হয়। লি চিয়ান নিজে গানের কথা লেখেন এবং সুর রচনা করেন। তিনি চলচ্চিত্র 'মেই লানফাং' দেখার পর গানটি লিখেছেন। মেই লানফাং হলেন চীনের বিখ্যাত বেইজিং অপেরা-শিল্পী। তিনি ১৮৯৪ সালের ২২ অক্টোবর জন্মগ্রহণ করেন এবং ১৯৬১ সালের ৮ অগাষ্টে মারা যান। তিনি বেইজিং অপেরা প্রচার ও উন্নয়নের ক্ষেত্রে প্রচুর অবদান রাখেন। লি চিয়ান আধুনিক সংগীতে চীনা ঐতিহ্যগত অপেরার বৈশিষ্ট্য প্রদর্শন করতে চান। সেজন্য 'অপেরা ফ্যান' শীর্ষক গান রচনা করেন। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন লি চিয়ান'র কন্ঠে 'অপেরা ফ্যান' নামের গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'আকাঙ্ক্ষা' নামের গান শোনাবো। লি চিয়ান গানের কথা দিয়েছেন এবং সুর রচনা করেছেন। গানটি ২০০৫ সালে লি চিয়ান'র প্রকাশিত অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। ২০১৩ সালে লি চিয়ান পুনরায় গানটি তাঁর নতুন অ্যালবামে অন্তর্ভুক্ত করেন। ২০১৪ সালের এপ্রিল মাসে লি চিয়ান গানটির কারণে মিউজিক রেডিও'র শ্রেষ্ঠ অ্যারেঞ্জার পুরস্কার লাভ করেন। লি চিয়ান একজন কন্ঠশিল্পী ও সংগীত প্রযোজক। তিনি চীনে 'গানের কবি' নামে পরিচিত। কারণ তাঁর লেখা গানের কথা কবিতার মতো সুন্দর। আগের অনুষ্ঠানে আমি লি চিয়ানকে আপনাদের সাথে পরিচয় করে দিয়েছিলাম। এখন 'আকাঙ্ক্ষা' গানের কথাগুলো বলে দিচ্ছি: আমি জানি যে, সকল পাখি উড়তে পারে না। গ্রীষ্মকাল চলে গেছে, কোনো কোনো ফুল ফোটেনি। আমার ভয় লাগে যে, তুমি একা একা নিরাশায় ভুগছো। আমার আরো ভয় লাগে যে, তোমার সঙ্গে না থাকলে তোমার দুঃখ অনুভব করতে পারি না। আমার ইচ্ছা, তুমি আমার সঙ্গে ভাগ্যের পরিবর্তন দেখতে পারবে এবং এ নীরব ধৈর্যের শক্তি অনুভব করতে পারবে। যখন বসন্তকালের বাতাস পাহাড়ে এসেছে, তখন আরো ঠাণ্ডা লাগে আমার। কিন্তু আমার উষ্ণতার আকাঙ্ক্ষা বাধাগ্রস্ত হবে না। আমি জানি, চাষ করা হলেও, ফসল নাও হতে পারে। যখন অশ্রু শুকিয়ে যাবে, তখন জীবন আগের মতো দূর্বল হবে। কতো নিষ্ঠুর! তুমি আর আমি উল্কার মত দ্রুত চলে গেছি। কিন্তু কতো উজ্জ্বল! অন্ধকারে সবচেয়ে সুন্দর বাজির মত। আমার উষ্ণতার আকাঙ্ক্ষা রয়েই যাবে।

আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গে এ সুন্দর গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন লি চিয়ান'র কন্ঠে 'আকাঙ্ক্ষা' নামের গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'ইন দা ওয়াটার সাইড' (In the water side) নামের গান শোনাবো। গানটি চীনের তাইওয়ানের বিখ্যাত কন্ঠশিল্পী তেং লি চুনের একটি গান। গানটি ১৯৮০ সালে রিলিজ হয় এবং একই নামের টিভি সিরিজের থিম সং হিসেবে ব্যবহৃত হয়। লি চিয়ান একটি টিভি শোতে পুনরায় গানটি গেয়েছেন। আশা করি, আপনারা লি চিয়ান'র কন্ঠে গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন লি চিয়ান'র কন্ঠে 'ইন দা ওয়াটার সাইড' নামের গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'প্রস্ফুটিত' নামের গান শোনাবো। গানটি তাঁর ২০০৩ সালে রিলিজ হওয়া অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। গানটিতে বলা হয়েছে: রাতের মেঘের মধ্য দিয়ে বেগুনি আগুন যেন অতিক্রম করেছে/ যেটি একটি উল্কার মত উড়ন্ত/ বৃষ্টির চিহ্ন/ ফুল ঝড়ছে/ শান্ত হ্রদ/একটি জলাধার সৃষ্টি হয়েছে জীবনের সবচেয়ে সুন্দর জায়গায়/ দূরে গেছি আমি, রাতে মেঘ, অসংখ্য ফুল।

আচ্ছা, আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন লি চিয়ান'র কন্ঠে 'প্রস্ফুটিত' নামের গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'পিতা' নামের গান শোনাবো। গানটি ২০০৫ সালে রিলিজ হয়। গানটি হল আরেক শিল্পী লি চিয়ানের পিতাকে মিস করার গান। তিনি নিজে গানটির কথা লিখেছেন এবং সুর রচনা করেছেন। তিনি বলেন, গানটিতে তিনি পিতার সঙ্গে তার গল্প লিখেছেন। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়।

আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040