প্রথম 'এক অঞ্চল, এক পথ' কর পরিচালনাবিষয়ক সহযোগিতা ফোরাম সমাপ্ত
  2019-04-21 17:16:29  cri
এপ্রিল ২১: প্রথম 'এক অঞ্চল, এক পথ' কর পরিচালনাবিষয়ক সহযোগিতা ফোরাম গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত চীনের চ্যচিয়াং প্রদেশের উচেন শহরে অনুষ্ঠিত হয়েছে।

ফোরামে 'এক অঞ্চল, এক পথ' কর পরিচালনা সহযোগিতা ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে গঠিত হয়। এ ছাড়া ফোরামে 'উচেন ঘোষণা' এবং 'উচেন কার্যক্রম পরিকল্পনা ২০১৯-২০২১' প্রকাশিত হয়েছে।

এবারের ফোরামের প্রতিপাদ্য ছিল 'যৌথভাবে এক অঞ্চল, এক পথ নির্মাণ, কর সহযোগিতা জোরদার করা ও বাণিজ্যিক পরিবেশ সুসংহত করা'। ফোরামে ৩৪টি দেশ ও অঞ্চলের কর বিভাগ যৌথভাবে 'এক অঞ্চল, এক পথ' কর পরিচালনা সহযোগিতা ব্যবস্থা স্মারকলিপি' স্বাক্ষর করেছে।

৮৫টি দেশ ও অঞ্চলের কর কর্মকর্তা এবং ১৬টি আন্তর্জাতিক সংস্থা, বেশ কয়েকটি একাডেমিক সংস্থা এবং শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিও এ ফোরামে অংশ নিয়েছেন।

(শুয়েই/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040